খলিফাদের তালিকা
এটি মুসলিম বিশ্বের খলিফাদের তালিকা। বছরগুলো খ্রিষ্টীয় সন হিসেবে দেয়া হয়েছে।
বিশ্বাসীদের খলিফা | |
---|---|
![]() | |
গঠন | ৮ জুন ৬৩২ |
প্রথম ধারক | আবু বকর |
সর্বশেষ ধারক | দ্বিতীয় আবদুল মজিদ |
লুপ্ত | ৩ মার্চ ১৯২৪ |
রাশিদুন খিলাফত (৬৩২-৬৬১)

প্রথম চারজনকে সুন্নি মুসলিমরা খোলাফায়ে রাশেদিন সম্মান করে[1][2]
- আবু বকর – ৬৩২-৬৩৪
- উমর ইবনুল খাত্তাব – ৬৩৪-৬৪৪
- উসমান ইবন আফ্ফান – ৬৪৪-৬৫৬
- আলী ইবন আবী তালিব – ৬৫৬-৬৬১
উমাইয়া খিলাফত (৬৬১-৭৫০/১০৩১)
দামেস্কের খলিফা (৬৬১-৭৫০)

- প্রথম মুয়াবিয়া – ৬৬১-৬৮০
- প্রথম ইয়াজিদ – ৬৮০–৬৮৩
- দ্বিতীয় মুয়াবিয়া - ৬৮৩-৬৮৪
- প্রথম মারওয়ান – ৬৮৪-৬৮৫
- আবদুল মালিক ইবনে মারওয়ান – ৬৮৫-৭০৫
- প্রথম আল-ওয়ালিদ – ৭০৫-৭১৫
- সুলাইমান ইবনে আবদুল মালিক - ৭১৫-৭১৭
- দ্বিতীয় উমর – ৭১৭-৭২০
- দ্বিতীয় ইয়াজিদ – ৭২০-৭২৪
- হিশাম ইবনে আবদুল মালিক – ৭২৪-৭৪৩
- দ্বিতীয় আল-ওয়ালিদ – ৭৪৩ – ৭৪৪
- তৃতীয় ইয়াজিদ – ৭৪৪
- ইবরাহিম ইবনুল ওয়ালিদ – ৭৪৪
- দ্বিতীয় মারওয়ান – ৭৪৪-৭৫০
কর্ডোবার আমির (৭৫৬-৯২৯)
- প্রথম আবদুর রহমান – ৭৫৬–৭৮৮
- প্রথম হিশাম – ৭৮৮-৭৯৬
- প্রথম আল-হাকাম – ৭৯৬-৮২২
- দ্বিতীয় আবদুর রহমান – ৮২২-৮৫২
- প্রথম মুহাম্মদ – ৮৫২-৮৮৬
- আল-মুনজির – ৮৮৬-৮৮৮
- আবদুল্লাহ ইবনে মুহাম্মদ – ৮৮৮-৯১২
- তৃতীয় আবদুর রহমান – ৯১২-৯২৯ (নিজেকে খলিফা ঘোষণা করেন)
কর্ডোবা খিলাফত (৯২৯-১০৩১)

(তারা বিশ্বব্যপী স্বীকৃত ছিলেন না, তাদের কর্তৃত্ব স্পেন ও মাগরিবে সীমাবদ্ধ ছিল)[4][5]
- তৃতীয় আবদুর রহমান – ৯২৯-৯৬১
- দ্বিতীয় আল-হাকাম – ৯৬১-৯৭৬
- দ্বিতীয় হিশাম ইবনুল হাকাম – ৯৭৬-১০০৯
- দ্বিতীয় মুহাম্মদ – ১০০৯
- সুলাইমান ইবনুল হাকাম – ১০০৯-১০১০
- দ্বিতীয় হিশাম ইবনুল হাকাম, পুনরায় ক্ষমতালাভ – ১০১০-১০১৩
- সুলাইমান ইবনুল হাকাম, পুনরায় ক্ষমতালাভ – ১০১৩-১০১৬
- চতুর্থ আবদুর রহমান – ১০২১-১০২২
- পঞ্চম আবদুর রহমান – ১০২২-১০২৩
- তৃতীয় মুহাম্মদ – ১০২৩-১০২৪
- তৃতীয় হিশাম – ১০২৭-১০৩১
আবদুল্লাহ ইবনুল জুবায়ের (৬৮৪-৬৯২)
আবদুল্লাহ ইবনে জুবায়ের ৬৮৪ সালে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে একটি বিদ্রোহে নেতৃত্ব দেন। মক্কায় তিনি খলিফা ঘোষিত হন। কিন্তু ৬৯২ সালে হাজ্জাজ বিন ইউসুফের ছয় মাসব্যাপী অবরোধের পর পরাজিত ও নিহত হন।[6]
আব্বাসীয় খিলাফত (৭৫০-১২৫৮/১৫১৭)
বাগদাদের খলিফা (৭৫০-১২৫৮)

(ইবেরিয়ান উপদ্বীপ ও উত্তর আফ্রিকার কিছু অংশে তারা স্বীকৃত ছিলেন না)[7][8]
- আস-সাফাহ – ৭৫০-৭৫৪ (আব্বাসীয় রাজবংশের প্রতিষ্ঠাতা)
- আল-মনসুর – ৭৫৪-৭৭৫
- আল-মাহদি – ৭৭৫-৭৮৫
- আল-হাদি – ৭৮৫-৭৮৬
- হারুনুর রশিদ – ৭৮৬-৮০৯
- আল-আমিন – ৮০৯-৮১৩
- আল-মামুন – ৮১৩-৮৩৩
- আল-মুতাসিম – ৮৩৩-৮৪২
- আল-ওয়াসিক – ৮৪২-৮৪৭
- আল-মুতাওয়াক্কিল – ৮৪৭-৮৬১
- আল-মুনতাসির – ৮৬১-৮৬২
- আল-মুসতাইন – ৮৬২-৮৬৬
- আল-মুতাজ – ৮৬৬-৮৬৯
- আল-মুহতাদি – ৮৬৯-৮৭০
- আল-মুতামিদ – ৮৭০–৮৯২
- আল-মুতাদিদ – ৮৯২-৯০২
- আল-মুকতাফি – ৯০২-৯০৮
- আল-মুকতাদির – ৯০৮-৯৩২
- আল-কাহির – ৯৩২-৯৩৪
- আর-রাদি – ৯৩৪-৯৪০
- আল-মুত্তাকি – ৯৪০-৯৪৪
- আল-মুসতাকফি – ৯৪৪-৯৪৬
- আল-মুতি – ৯৪৬-৯৭৪
- আল-তাই – ৯৭৪-৯৯১
- আল-কাদির – ৯৯১-১০৩১
- আল-কাইম – ১০৩১-১০৭৫
- আল-মুকতাদি – ১০৭৫-১০৯৪
- আল-মুসতাজির – ১০৯৪-১১১৮
- আল-মুসতারশিদ – ১১১৮-১১৩৫
- আর-রশিদ – ১১৩৫-১১৩৬
- আল-মুক'তাফি – ১১৩৬-১১৬০
- আল-মুসতানজিদ – ১১৬০-১১৭০
- আল-মুসতাদি – ১১৭০-১১৮০
- আন-নাসির – ১১৮০-১২২৫
- আজ-জাহির – ১২২৫-১২২৬
- আল-মুসতানসির – ১২২৬-১২৪২
- আল-মুসতাসিম – ১২৪২-১২৫৮ (বাগদাদের শেষ আব্বাসীয় খলিফা)
(আব্বাসীয় শাসনের শেষের দিকে মুসলিম শাসকরা সুলতান বা অন্যান্য উপাধি ব্যবহার শুরু করেন)
কায়রোর খলিফা (১২৬১-১৫১৭)
(কায়রোর আব্বাসীয় খলিফা মূলত মামলুক সালতানাতের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে খলিফা ছিলেন)[9][10]
- দ্বিতীয় আল মুসতানসির – ১২৬১-১২৬২
- প্রথম আল হাকিম – ১২৬২-১৩০২
- প্রথম আল মুসতাকফি – ১৩০২-১৩৪০
- দ্বিতীয় আল হাকিম – ১৩৪১-১৩৫২
- প্রথম আল মুতাদিদ – ১৩৫২-১৩৬২
- প্রথম আল মুতাওয়াক্কিল – ১৩৬২-১৩৮৩
- দ্বিতীয় আল ওয়াসিক – ১৩৮৩-১৩৮৬
- আল মুতাসিম – ১৩৮৬-১৩৮৯
- প্রথম আল মুতাওয়াক্কিল, পুনরায় ক্ষমতালাভ – ১৩৮৯-১৪০৬
- আল মুসতাইন – ১৪০৬-১৪১৪
- দ্বিতীয় আল মুতাদিদ – ১৪১৪-১৪৪১
- দ্বিতীয় আল মুসতাকফি – ১৪৪১-১৪৫১
- আল কাইম – ১৪৫১-১৪৫৫
- আল মুসতানজিদ – ১৪৫৫-১৪৭৯
- দ্বিতীয় আল মুতাওয়াকিল – ১৪৭৯-১৪৯৭
- আল মুসতামসিক – ১৪৯৭-১৫০৮
- তৃতীয় আল মুতাওয়াক্কিল – ১৫০৮-১৫১৭ (প্রথম সেলিমের কাছে উপাধি হস্তান্তর করেন)
সেলজুক খিলাফত (১০৩৭-১০৯২)
- সুলতান তুঘরিল বেগ - ১০৩৭-১০৬৩
- সুলতান আল্প আরসালান বেগ - ১০৬৪-১০৭২
- সুলতান মালিক বেগ -১০৭২-১০৯২
অন্যান্য খিলাফত (৯০৯-১২৬৯)
ফাতেমীয় খিলাফত (৯০৯-১১৭১)

(ফাতেমীয়রা শিয়াদের ইসমাইলি শাখা থেকে উদ্ভূত। সুন্নিদের কাছে তারা স্বীকৃত নয়)[11][12]
- আল মাহদি বিল্লাহ – ৯০৯-৯৩৪ (ফাতেমীয় রাজবংশের প্রতিষ্ঠাতা)
- আল কাইম বিআমরিল্লাহ – ৯৩৪-৯৪৬
- আল মনসুর বিল্লাহ – ৯৪৬-৯৫৩
- আল মুইজ লিদেনিল্লাহ – ৯৫৩-৯৭৫
- আল আজিজ বিল্লাহ – ৯৭৫-৯৯৬
- আল হাকিম বি আমরিল্লাহ – ৯৯৬-১০২১
- আলি আজ জাহির – ১০২১-১০৩৬
- আল মুসতানসির বিল্লাহ – ১০৩৬-১০৯৪
- আল মুসতালি – ১০৯৪-১১০১
- আল আমির – ১১০১-১১৩০
- আল হাফিজ – ১১৩০-১১৪৯
- আল জাফির – ১১৪৯-১১৫৪
- আল ফাইজ – ১১৫৪-১১৬০
- আল আজিদ – ১১৬০-১১৭১
আলমোহাদ খিলাফত (১১৪৫-১২৬৯)

(ব্যাপকভাবে স্বীকৃত নয়, উত্তর আফ্রিকার অংশবিশেষ ও ইবেরিয়ান উপদ্বীপে কার্যকর ছিল)[13][14]
- আবদুল মুমিন – ১১৪৫-১১৬৩
- আবু ইয়াকুব ইউসুফ – ১১৬৩-১১৮৪
- ইয়াকুব আল মনসুর – ১১৮৪-১১৯৯
- মুহাম্মদ আন নাসির – ১১৯৯ – ১২১৩
- দ্বিতীয় আবু ইয়াকুব ইউসুফ – ১২১৩-১২২৪
- প্রথম আবদুল ওয়ালিদ – ১২২৪
- আবদুল্লাহ আল আদিল – ১২২৪-১২২৭
- ইয়াহিয়া – ১২২৭-১২৩৫
- প্রথম ইদ্রিস – ১২২৭-১২৩২
- দ্বিতীয় আবদুল ওয়াহিদ – ১২৩২-১২৪২
- আলি – ১২৪২-১২৪৮
- উমর – ১২৪৮-১২৬৬
- দ্বিতীয় ইদ্রিস – ১২৬৬-১২৬৯
উসমানীয় খিলাফত (১৫১৭-১৯২২)

শাসকদের সুলতান বলে ডাকা হত, পরবর্তীতে প্রজাদের কাছ থেকে পাওয়া উপাধি ব্যবহার শুরু হয়.[15][16]
- প্রথম সেলিম – ১৫১৭-১৫২০ (মামলুক সালতানাতের পরাজয়ের পর ১৫১৭ খ্রিষ্টাব্দে তৃতীয় আল মুতাওয়াক্কিলের কাছ থেকে সেলিমের কাছে উপাধি হস্তান্তরিত হয়)
- প্রথম সুলাইমান – ১৫২০-১৫৬৬
- দ্বিতীয় সেলিম – ১৫৬৬-১৫৭৪
- তৃতীয় মুরাদ – ১৫৭৪-১৫৯৫
- তৃতীয় মুহাম্মদ – ১৫৯৫-১৬০৩
- প্রথম আহমেদ – ১৬০৩-১৬১৭
- প্রথম মোস্তফা – ১৬১৭-১৬১৮
- দ্বিতীয় উসমান – ১৬১৮-১৬২২
- প্রথম মোস্তফা, পুনরায় ক্ষমতালাভ – ১৬২২-১৬২৩
- চতুর্থ মুরাদ – ১৬২৩-১৬৪০
- প্রথম ইবরাহিম – ১৬৪০-১৬৪৮
- চতুর্থ মুহাম্মদ – ১৬৪৮-১৬৮৭
- দ্বিতীয় সুলাইমান – ১৬৮৭-১৬৯১
- দ্বিতীয় আহমেদ – ১৬৯১-১৬৯৫
- দ্বিতীয় মোস্তফা – ১৬৯৫-১৭০৩
- তৃতীয় আহমেদ – ১৭০৩-১৭৩০
- প্রথম মাহমুদ – ১৭৩০-১৭৫৪
- তৃতীয় উসমান – ১৭৫৪-১৭৫৭
- তৃতীয় মোস্তফা – ১৭৫৭-১৭৭৪
- প্রথম আবদুল হামিদ – ১৭৭৪-১৭৮৯
- তৃতীয় সেলিম – ১৭৮৯-১৮০৭
- চতুর্থ মোস্তফা – ১৮০৭-১৮০৮
- দ্বিতীয় মাহমুদ – ১৮০৮-১৮৩৯
- প্রথম আবদুল মজিদ – ১৮৩৯-১৮৬১
- আবদুল আজিজ – ১৮৬১-১৮৭৬
- পঞ্চম মুরাদ – ১৮৭৬
- দ্বিতীয় আবদুল হামিদ – ১৮৭৬-১৯০৯ (কার্যকরভাবে খলিফা উপাধি ব্যবহার করেন)
১৯০৮ থেকে শুরু করে পরবর্তী সময় উসমানীয় সুলতানরা নির্বাহী ক্ষমতাবিহীন সাংবিধানিক সম্রাট হিসেবে বিবেচিত হতেন। এসময় ক্ষমতা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত পার্লামেন্ট ক্ষমতা ভোগ করত।
- পঞ্চম মুহাম্মদ – ১৯০৯-১৯১৮
- ষষ্ঠ মুহাম্মদ – ১৯১৮-১৯২২
তুর্কি প্রজাতন্ত্রের অধীন খিলাফত (১৯২২-১৯২৪)
- দ্বিতীয় আবদুল মজিদ – ১৯২২-১৯২৪ (তুরস্ক প্রজাতন্ত্র ও এর রাষ্ট্রপতি কামাল আতাতুর্কের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে খলিফা ছিলেন)
- গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি (তুরস্ক) – মার্চ ৩, ১৯২৪
খলিফার অফিস গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলির কাছে হস্তান্তর করা হয়। ১৯২৪ এর ৩ মার্চ তারা অফিস বিলুপ্ত করে এবং তুরস্ক প্রজাতন্ত্র কর্তৃক ধর্মনিরপেক্ষতাকে নীতি হিসেবে বহাল রাখে। উসমান পরিবারের বর্তমান প্রধান হলেন বায়েজিদ উসমান। খলিফার অফিস বিলুপ্তির পর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি রাষ্ট্রে ইসলামের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে আলাদা কার্যালয় স্থাপন করে।
শরিফিয়ান খিলাফত (১৯২৪)
খলিফার পদ পুনরায় প্রতিষ্ঠার জন্য শেষ চেষ্টা করা হয় হুসাইন বিন আলির পক্ষ থেকে। তিনি ছিলেন হেজাজের রাজা ও মক্কার শরিফ। ১৯২৪ এর ১১ মার্চ তিনি খিলাফত দাবি করেন এবং ৩ অক্টোবর পর্যন্ত তা বজায় ছিল। এরপর তিনি তার পুত্র আলী বিন হুসাইনকে ক্ষমতা হস্তান্তর করেন। আলী বিন হুসাইন খলিফার উপাধি ধারণ করেননি।[17]
আরও দেখুন
- খলিফা
- খিলাফত
- আমির
- ইসলামের ইতিহাস
- খিলাফত
- মুহাম্মদ
- শাহ
- শাইখুল ইসলাম
- শিয়া ইসলাম
- মুহাম্মদ (সা) এর উত্তরাধিকার
- সুলতান
- সুন্নি ইসলাম
তথ্যসূত্র
- Lane-Poole 2004, p. 9
- Bosworth 2004, p. 1
- Bosworth 2004, p. 4
- Lane-Poole 2004, p. 21
- Bosworth 2004, p. 11
- Dictionary of Battles and Sieges: F-O edited by Tony Jacques
- Lane-Poole 2004, pp. 12–13
- Bosworth 2004, pp. 6–7
- Bosworth 2004, p. 7
- Houtsma & Wensinck 1993, p. 3
- Lane-Poole 2004, p. 71
- Bosworth 2004, p. 63
- Lane-Poole 2004, p. 47
- Bosworth 2004, p. 39
- Lane-Poole 2004, p. 195
- Bosworth 2004, pp. 239–240
- Bosworth 2004, p. 118
গ্রন্থপঞ্জি
- Bosworth, Clifford Edmund (২০০৪) [First published 1996]। The New Islamic Dynasties: A Chronological and Genealogical Manual। New Edinburgh Islamic Surveys (2nd সংস্করণ)। Edinburgh University Press। আইএসবিএন 978-0-7486-2137-8। ওসিএলসি 56639413।
- Houtsma, M. Th.; Wensinck, A. J. (১৯৯৩)। E.J. Brill's First Encyclopaedia of Islam 1913–1936 (Reprint) । Volume IX। Leiden: BRILL। আইএসবিএন 978-90-04-09796-4।
- Lane-Poole, Stanley (১৮৯৪)। The Mohammedan Dynasties: Chronological and Genealogical Tables with Historical Introductions। Westminster: Archibald Constable and Company। ওসিএলসি 1199708।