প্রথম মুয়াবিয়া
প্রথম মুয়াবিয়া (আরবি: معاوية ابن أبي سفيان}} মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান; ৬০২ – ২৯ এপ্রিল বা ১ মে ৬৮০) (মূল নাম, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান) ছিলেন খিলাফতের উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা।[1][2] তিনি উমাইয়া গোত্রের দ্বিতীয় খলিফা। উসমান ইবনে আফফান এই গোত্র থেকে প্রথম খলিফা হন।[3] মুয়াবিয়া পূর্ব রোমান সাম্রাজ্যের সাথে রাজনৈতিক বিষয়ে দক্ষ ছিলেন বলে মুহাম্মদ (সা.) তাকে সচিব নিযুক্ত করেন।[4] আবু বকর ও উমর ইবনুল খাত্তাবের খিলাফতের সময় তিনি সিরিয়ায় মুসলিম পক্ষে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেন।
মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান | |
---|---|
উমাইয়া খিলাফতের প্রথম খলিফা | |
রাজত্বকাল | ৬৬১–৬৮০ |
পূর্ণ নাম | মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ( معاوية ابن أبي سفيان) |
জন্ম | ৬০৬ খ্রিষ্টাব্দ মক্কা, আরব উপদ্বীপ |
মৃত্যু | ২২ রজব ৬০ হিজরি ২৯ এপ্রিল বা ১ মে, ৬৮০ খ্রিষ্টাব্দ দামেস্ক, সিরিয়া |
Buried | দামেস্ক, সিরিয়া |
পূর্বসূরী | • আলি ইবনে আবি তালিব (চতুর্থ খলিফা) |
উত্তরসূরী | • ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান (উমাইয়া রাজবংশের দ্বিতীয় খলিফা) |
Offspring | ইয়াজিদ ইবনে মুয়াবিয়া (পুত্র) |
পিতা | আবু সুফিয়ান ইবনে হারব |
মাতা | হিন্দ বিনতে উতবা |
Brother | ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান |

রাশিদুন খিলাফতের সময় শাসনাধীন অঞ্চল। বিভক্ত অংশগুলো প্রথম ফিতনার সময়কার দৃশ্য।
প্রথম ফিতনার সময় 'প্রথম মুয়াবিয়া' কর্তৃক নিয়ন্ত্রিত অঞ্চল।
|
সমুদ্রের দিক থেকে বাইজেন্টাইন আক্রমণ প্রতিহত করার জন্য তিনি লেভান্টে নৌবাহিনী গড়ে তোলেন। এই নৌবাহিনী এজিয়ান সাগর ও মারমারা সাগরে বাইজেন্টাইনদের মোকাবেলা করতে ব্যবহৃত হয়। খিলাফত সাইজিকাসহ বেশ কিছু অঞ্চল জয় করে এবং এখানে একটি নৌঘাঁটি স্থাপন করে।[5]
ইসলাম গ্রহন
ইমাম সুয়ুতি সহ অনেক ঐতিহাসিকের মতে, মুয়াবিয়া ও তার পিতা আবু সুফিয়ান মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেন।[6] ওয়াকেদি বলেন, হুদায়াবিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন। পরবর্তী সময়ে মক্কা বিজয়ের সময় প্রকাশ করেছিলেন। তবে তারিখুল ইসলামের (আরবি) ৪র্থ এ আছে, তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। রাসুল (সা.) তাকে নাজরানের গভর্নর করেছিলেন।। [7]
মুহাম্মদ এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ : ইসলাম গ্রহণের পর মুহাম্মদের সঙ্গে হুনাইন ও তায়েফের যুদ্ধে অংশ নেন। যুদ্ধ শেষে মুহাম্মদ তাকে গনিমতের মাল থেকে ১০০ উট ও ৪০ উকিয়া (আউন্স) রূপা দিয়েছিলেন। [8]
মদিনায় হিজরত : ইসলাম গ্রহণের পর মুয়াবিয়া পরিবারের সঙ্গে মদিনায় হিজরত করেন। মুয়াবিয়া ও হুতাত ইবনে ইয়াজিদের মাঝে মুহাম্মদ (সা.) ভ্রাতৃত্ব করে দেন। [9]
আরও দেখুন
তথ্যসূত্র
- Press, Oxford University (২০১০)। Caliph and Caliphate Oxford Bibliographies Online Research Guide। Oxford University Press। আইএসবিএন 978-0-19-980382-8। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-৩০।
- The Umayyad Dynastyat the University 0f Calgary ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৩ তারিখে
- Al-Tabari, Muhammad ibn Jarir. The History of the Prophets and Kings (Tarikh al-Rusul wa al-Muluk), Vol. 18 Between Civil Wars: The Caliphate of Mu'awiyah 40 A.H., 661 A.D.-60 A.H., 680 A.D. (Michael G. Morony).
- Sahih Muslim, The book of (Virtues of the companions), narration no. [6409]:168-(2501) numbered by mohammad fo'ad abdul-baqi
- A Chronology Of Islamic History 570-1000 CE, By H.U. Rahman 1999 Page 48 and Page 52-53
- তারিখুল খুলাফা : ১৯৪)
- ফাতহুল বারী : ৩/৪৩৩
- মাহমুদ শাকের, আত-তারিখুল ইসলামী : ৪/৬৯
- সিরাতে ইবনে হিশাম : ২/৫৬০
- Byzantium and the early Islamic conquests। আইএসবিএন 978-0-521-48455-8।
- El-Cheikh, Nadia Maria, Nadia Maria (২০০৪)। Byzantium viewed (2004 সংস্করণ)। Harvard CMES। আইএসবিএন 978-0-932885-30-2। - Total pages: 271
- Kennedy, Hugh (২০০৪), The Prophet and the Age of the Caliphates: The Islamic Near East from the 6th to the 11th Century (Second Edition), Harlow: Pearson Education Ltd., আইএসবিএন 978-0-582-40525-7
- Pryor, John H.; Jeffreys, Elizabeth M.; Shboul, Ahmad M.H. (২০০৬)। The Age of the ΔΡΟΜΩΝ The Byzantine Navy ca. 500–1204। Leiden, The Netherlands and Boston, Massachusetts: Brill Academic Publishers। আইএসবিএন 978-90-04-15197-0।
- Doi, A.R. (১৯৮১)। Non-Muslims Under Shari'Ah। Kazi Publications। আইএসবিএন 978-1-56744-170-3।
- Treadgold, Warren T. (১৯৯৭)। A History of the Byzantine State and Society। Stanford University Press। আইএসবিএন 978-0-8047-2630-6।