আল-মুহতাদি
আল মুহতাদি (? – ২১ জুন ৮৭০) (আরবি: المهتدي) ছিলেন ১৪শ আব্বাসীয় খলিফা। ৮৬৯ থেকে ৮৭০ সাল পর্যন্ত তিনি খলিফার পদে আসীন ছিলেন।
আল মুহতাদি Al-Muhtadi المهتدي | |
---|---|
আব্বাসীয় খিলাফতের ১৪শ খলিফা | |
রাজত্ব | ৮৬৯-৮৭০ |
পূর্বসূরি | আল মুতাজ |
উত্তরসূরি | আল মুতামিদ |
মৃত্যু | ২১ জুন ৮৭০ |
রাজবংশ | আব্বাসীয় |
পিতা | আল ওয়াসিক |
ধর্ম | ইসলাম |
খলিফা আল মুতাজের মৃত্যুর পর তুর্কিরা তার চাচাত ভাই আল মুহতাদিকে নতুন খলিফা হিসেবে নির্বাচিত করে। অন্য খলিফাদের তুলনায় তিনি বেশ সফল ছিলেন। তার অধীনে দরবারে সংস্কার করা হয়। গায়িকা ও সঙ্গীতকে দরবার থেকে বিদায় দেয়া হয়। প্রতিদিন খোলা আদালতে বিচার কাজ করা হত। মদ ও জুয়াও নিষিদ্ধ করা হয়। তিনি উমাইয়া খলিফা উমর ইবনে আবদুল আজিজকে তার কাজের আদর্শরূপে স্থির করেন।
আল মুহতাদির শাসন এক বছরের মত স্থায়ী হয়। কিছু অসন্তোষ ও ষড়যন্ত্রের পর ৮৭০ সালে তিনি তুর্কিদের হাতে নিহত হন। এসময় তার বয়স ছিল আটত্রিশ বছর। প্রাচীন আরব লেখকরা তার ন্যায়বিচার ও মহানুভবতার প্রশংসা করেছেন। নিহত না হলে তিনি সেরা আব্বাসীয় খলিফা হতেন এমন বলা হয়।
তথ্যসূত্র
- This text is adapted from William Muir's public domain, The Caliphate: Its Rise, Decline, and Fall.
আল-মুহতাদি জন্ম: ? মৃত্যু: ৮৭০ | ||
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী আল মুতাজ |
ইসলামের খলিফা ৮৬৯–৮৭০ |
উত্তরসূরী আল মুতামিদ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.