দ্বিতীয় আব্দুল হামিদ
আব্দুল হামিদ ২ (২১ সেপ্টেম্বর ১৮৪২ – ১০ ফেব্রুয়ারি ১৯১৮) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান।[1] তিনি ছিলেন সাম্রাজ্য শাসনকারী সর্বশেষ সুলতান, যার মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের শাসন সমাপ্ত হয়। তিনি সুলতান আব্দুল মাজিদের পুত্র।তিনি ছিলেন একজন সত্যিকারের শাসক। তার সময় উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন সময়ে অন্য সম্রাজ্য গুলো তুলনায় সামরিক ও অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে পিছিয়ে থাকার পরে তার অসামান্য শাসনব্যবস্থা ও দক্ষতায় সাম্রাজ্যের অবকাঠামো উন্নয়ন সাধিত হয়। এছাড়াও তার সময় উল্লেখযোগ্য হেজাজ রেলওয়ে কাজ সম্পন্ন হয়। তিনি ছিলেন মুসলিমদের শেষ প্রতিরোধ শক্তি ও স্বাধীন খলিফা। ইহুদী-খৃষটানরা চক্রান্ত ও পাশ্চাত্যের আদর্শে দিক্ষিত সেক্যুলারপন্থী তরুণ তুর্কি বিপ্লবদের মাধ্যমে তাকে মসনদ থেকে পদচ্যুত করা হয়।১৯০৮ সালে তরুণ তুর্কিরা একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে ২য় সাংবিধানিক রাজতন্ত্র চালু করতে বাধ্য করে।
দ্বিতীয় আব্দুল হামিদ | |
---|---|
ইসলামের খলিফা আমিরুল মুমিনিন উসমানীয় সুলতান খাদেমুল হারামাইন শরিফাইন কায়সার ই রোম | |
![]() | |
Sultan of the Ottoman Empire | |
Reign | 31 August 1876 – 27 April 1909 |
Sword girding | 7 September 1876 |
পূর্বসূরি | পঞ্চম মুরাদ |
উত্তরসূরি | Mehmed V |
জন্ম | Topkapı Palace, Istanbul | ২১ সেপ্টেম্বর ১৮৪২
মৃত্যু | ১০ ফেব্রুয়ারি ১৯১৮ ৭৫) Beylerbeyi Palace, Istanbul | (বয়স
সমাধি | Sultan Mahmud II Tomb |
Royal house | House of Osman |
পিতা | Abdülmecid I |
মাতা | • Tirimüjgan Sultan • Rahime Perestu Sultan |
ধর্ম | Sunni Islam |
Tughra | ![]() |
উম্মাহ দরদী মুসলিম বিশ্বের খলিফা যাকে ইহুদীরা বাইতুল মুকাদ্দাস হস্তান্তরের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল কিন্তু তিনি মুসলিম ভূখন্ডের একটু মাটি দিতেও রাজি হননি।