উমর ইবনে আবদুল আজিজ
উমর ইবনে আবদুল আজিজ ( জন্ম : ২ নভেম্বর ৬৮২, ২৬ সফর ৬৩ হিজরি; মৃত্যু : ৩১ জানুয়ারি ৭২০, ১৬ রজব ১০১ হিজরি) (আরবি: عمر بن عبد العزيز)উমাইয়া বংশীয় একজন শাসক। উমাইয়া বংশীয় অন্যান্য শাসকদের মতো তাকেও মুসলিম জাহানের খলিফা হিসেবে গণ্য করা হয়। খুলাফায়ে রাশেদিন এর চার খলিফার সাথে তুলনা করতে গিয়ে অনেকে তাকে ইসলামের পঞ্চম খলিফা বলে থাকেন[1]। তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় উমর নামে পরিচিত ছিলেন।
উমর ইবনে আবদুল আজিজ عمر بن عبد العزيز | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
উমাইয়া খিলাফত এর খলিফা | |||||
রাজত্ব | ২২ সেপ্টেম্বর ৭১৭ – ৪ ফেব্রুয়ারি ৭২০ | ||||
পূর্বসূরি | সুলাইমান ইবন আব্দ আল-মালিক | ||||
উত্তরসূরি | ইয়াজীদ ইবন আব্দ আল-মালিক | ||||
জন্ম | ২ নভেম্বর ৬৮২ (২৬ সফর ৬৩ হিজরি) মদিনা, হেজাজ | ||||
মৃত্যু | ৩১ জানুয়ারি ৭২০, (১৬ রজব ১০১ হিজরি) (বয়স ৩৮) আলেপ্পো, বিলাদ আল-শাম | ||||
স্ত্রী | ফাতেমা বিনতে আব্দ আল-মালিক | ||||
| |||||
রাজতন্ত্র | উমাইয়্যা, Banu Abd Shams | ||||
পিতা | Abd al-Aziz ibn Marwan | ||||
মাতা | Umm Asim Layla bint Asim ibn Umar | ||||
ধর্ম | ইসলাম |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.