শরিফিয়ান খিলাফত

শরিফিয়ান খিলাফত (আরবি: خلافة شريفية) ছিল হেজাজের মক্কার শরিফ কর্তৃক ঘোষিত খিলাফত। ১৯২৪ সালে উসমানীয় খিলাফতের বিলুপ্তির পর এই খিলাফত ঘোষিত হয়।

শরিফিয়ান খিলাফত
সমর্থনহীন

১৯২৪–১৯২৫
রাজধানী মক্কা (de facto)
ভাষাসমূহ আরবি
ধর্ম ইসলাম
সরকার খিলাফত
মক্কার শরিফহুসাইন বিন আলি
ঐতিহাসিক যুগ যুদ্ধমধ্যবর্তীকালীন সময়
 - প্রতিষ্ঠা ৩ মার্চ ১৯২৪
 - ভাঙ্গিয়া দেত্তয়া হয়েছে ১৯ ডিসেম্বর ১৯২৫
বর্তমানে অংশ  সৌদি আরব
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয়

ইতিহাস

সবুজ অংশ দ্বারা তৎকালীন রাজ্য এবং লাল অংশ দ্বারা বর্তমান অঞ্চল চিহ্নিত।

১৫ শতাব্দীর দিকে শরিফিয়ান খিলাফত নিয়ে কিছু ধারণা তৈরী হলেও তা বাস্তব রূপ লাভ করে ১৯ শতকের শেষদিকে উসমানীয় সাম্রাজ্যের পতনের কারণে তা গুরুত্ব লাভ করতে থাকে। ১৮৭৭-১৮৭৮ সালে রুশ-তুর্কি যুদ্ধে তুর্কিদের পরাজয়ের ফলে এর গুরুত্ব বৃদ্ধি পায়। তবে মধ্য প্রাচ্য বা অন্যান্য অঞ্চলে এই খিলাফত বেশি সমর্থন পায়নি।[1]

১৯২২ সালের ১ নভেম্বর তুরস্কের স্বাধীনতা যুদ্ধের মধ্যবর্তী সময়ে উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তি হয়। তবে সুলতানের পদ না থাকলেও খলিফার পদ আরো ১৬ মাস টিকে ছিল। এসময়ের মধ্যে খলিফা ছিলেন দ্বিতীয় আবদুল মজিদ। ১৯২৪ সালের ৩ মার্চ পর্যন্ত নবগঠিত তুর্কি প্রজাতন্ত্রের পৃষ্ঠপোষকতায় তিনি খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি খিলাফতকে বিলুপ্ত ঘোষণা করে। মক্কার শরিফ হুসাইন বিন আলি নিজেকে খলিফা ঘোষণা করেন। তার দাবি ছিল যে তিনি নবির বংশের ব্যক্তি এবং ইসলামের প্রথম দুই পবিত্র স্থান মসজিদুল হারামমসজিদে নববী তার আওতাধীন রয়েছে তাই তিনি খিলাফতের দাবিদার। এই দুই মসজিদের তত্ত্বাবধান খলিফার জন্য অলঙ্ঘনীয় শর্ত ছিল।[2] দ্য টাইমস অনুযায়ী শেষ উসমানীয় সুলতান ও সাবেক খলিফা ষষ্ঠ মুহাম্মদ একটি টেলিগ্রাফ পাঠিয়ে হুসাইনের খিলাফতের দাবিকে সমর্থন করেন।[3] তবে হুসাইন বিন আলির খিলাফত এসময় ঔপনিবেশিক শক্তির আওতাধীন আরব বিশ্বের ব্যাপক স্বীকৃতি লাভে ব্যর্থ হয়। ইবনে সৌদের ইখওয়ান বাহিনী কর্তৃক হেজাজ বিজয়ের পর হুসাইনের হাশিমি পরিবারকে হেজাজ ছেড়ে পালিয়ে যেতে হয়।[4] ফলে শরিফিয়ান খিলাফতের বিলুপ্তি ঘটে।

তথ্যসূত্র

  1. Teitelbaum 2001, pp. 43–44.
  2. Teitelbaum 2001, p. 12
  3. Teitelbaum 2001, p. 240.
  4. Teitelbaum 2001, p. 248.

গ্রন্থপঞ্জি

সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
উসমানীয় খিলাফত
খলিফা
(স্বঘোষিত, ব্যাপক স্বীকৃতি ছিল না)

১৯২৪
অজ্ঞাত
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.