দ্বিতীয় আল-হাকাম

দ্বিতীয় আল-হাকাম (দ্বিতীয় আল-হাকাম ইবন তৃতীয় ʿআব্দ আল-রহমান; আরবি: الحكم الثاني ابن عبد الرحمن) (১৩ জানুয়ারি ৯১৫ – ১৬ অক্টোবর ৯৭৬) ছিলেন আল আন্দালুস (ইবরিয়ান উপদ্বীপের মুর অঞ্চলের, যা বর্তমানে আধুনিক স্পেন-এর অন্তর্ভুক্ত)-এর কর্ডোবা খিলাফতের ২য় খলিফা, তৃতীয় আবদুর রহমান (আল-নাসির) এবং মুরজান-এর পুত্র। তিনি ৯৬১ থেকে ৯৭৬ খ্রি: পর্যন্ত রাজত্ব করেন।

দ্বিতীয় আল-হাকাম
উমাইয়া খিলাফতের ১৬দশ খলিফা
কর্ডোবা খিলাফতের ২য় খলিফা
রাজত্ব৯৬১-৯৭৬
পূর্বসূরিতৃতীয় আবদুর রহমান
উত্তরসূরিদ্বিতীয় হিশাম
জন্ম১৩ জানুয়ারি ৯১৫
মৃত্যু১৬ অক্টোবর ৯৭৬ (বয়স: ৬১)
পিতাতৃতীয় আবদুর রহমান
মাতামুরজান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.