তৃতীয় মুহাম্মদ (কর্ডোবা)
মুহাম্মদ বিন আবদুর রহমান বিন উবাইদাল্লাহ (আরবি: محمد بن عبد الرحمن بن عبيد الله) বা তৃতীয় মুহাম্মদ (Arabic: محمد الثالث) ছিলেন কর্ডোবার খলিফা। পঞ্চম আবদুর রহমানের মৃত্যুর অর তিনি ১০২৪ থেকে ১০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এসময় কর্ডোবায় তার বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হয় এবং তিনি শহর ত্যাগ করতে বাধ্য হন। ধারণা করা হয় যে ৫০ বছর বয়সে তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিল। তিনি বিখ্যাত কবি ওয়ালাদা বিনতে আল মুসতাকফির পিতা।
তৃতীয় মুহাম্মদ (কর্ডোবা) বনু কুরাইশ এর ক্যাডেট শাখা | ||
পূর্বসূরী পঞ্চম আবদুর রহমান |
কর্ডোবার খলিফা ১০২৪–১০২৫ |
উত্তরসূরী ইয়াহিয়া ইবনে আলি ইবনে হামুদ আল মুতালি |
মুহাম্মদ বিন আবদুর রহমান বিন উবাইদাল্লাহ محمد بن عبد الرحمن بن عبيد الله | |
---|---|
উমাইয়া রাজবংশের ২১তম খলিফা 10th কর্ডোবা ১০ম খলিফা | |
রাজত্ব | ১০২৪ - ১০২৫ |
পূর্বসূরি | পঞ্চম আবদুর রহমান |
উত্তরসূরি | ইয়াহিয়া ইবনে আলি ইবনে হামুদ আল মুতালি |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.