তৃতীয় হিশাম (কর্ডোবা)

তৃতীয় হিশাম (আরবি: هشام الثالث in full المعتد بالله” هشام بن محمد) ছিলেন আল আন্দালুসের শেষ উমাইয়া শাসক (১০২৬-১০৩১)। তিনি কর্ডোবার খলিফা উপাধিধারী শেষ ব্যক্তি।

তৃতীয় হিশাম ছিলেন চতুর্থ আবদুর রহমানের ভাই। সীমান্ত অঞ্চলের গভর্নর ও কর্ডোবার জনগণের মধ্যে আলোচনার পর খলিফা মনোনীত হন। ১০২৯ সালের আগ পর্যন্ত তিনি কর্ডোবায় প্রবেশ করতে পারেননি। এসময় হামুনি বার্বার সেনারা শহর অধিকার করে রেখেছিল।

তৃতীয় হিশাম (কর্ডোবা)
বনু কুরাইশ এর ক্যাডেট শাখা
মৃত্যু: ১০৩৬
পূর্বসূরী
ইয়াহিয়া ইবনে আলি ইবনে হামুদ আল মুতালি
কর্ডোবার খলিফা
১০২৬–১০৩১
উপাধি বিলুপ্ত
Titles in pretence
নতুন পদবী উমাইয়া নেতা
১০৩১–১০৩৬
উপাধি বহিষ্কৃত
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.