শেওলা ইউনিয়ন
শেওলা ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[1][2][3]
শেওলা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() শেওলা ![]() ![]() শেওলা | |
স্থানাঙ্ক: ২৪°৫২′১৮.০০১″ উত্তর ৯২°১০′১৮.৯৯৮″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২৭৩০ হেক্টর (৬৭৪০ একর) |
জনসংখ্যা | |
• মোট | ১৯,৭৮৬ |
• জনঘনত্ব | ৭৩০/কিমি২ (১৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ৮৬ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
বিয়ানীবাজার উপজেলা থেকে ৫ কি.মি দুরবর্তী শেওলা ইউনিয়ন। কাকরদিয়া-তেরাদল বাজার এবং কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে অবস্থিত।
ইতিহাস
১৯৬০ ইংরেজী সালে ১৮টি গ্রাম এবং ০৩টি ১১ ওয়ার্ড নিয়ে শেওলা ইউনিয়ন পরিষদ গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান রাহিব আলী। কুশিয়ারা নদীর পূর্বে ৩টি গ্রাম এবং পশ্চিমে ০৬টি গ্রাম নিয়ে শেওলা ইউনিয়ন।
গ্রাম সমূহ
ঢেউনগর, দত্তগ্রামচক, দিগলবাক, বালিঙ্গা, চারাবইম শালেশ্বর, কোনাশালেশ্বর, ঘড়ুয়া, কাকরদিয়া, তেরাদল, আলীপুর, দক্ষিণভাগ।
আয়তন ও জনসংখ্যা
আয়তন – ১৪.৭০ (বর্গ কিঃ মিঃ)। লোকসংখ্যা – ২৪৫৩৬ জন (জন্ম নিবন্ধন রেজিষ্টার অনুযায়ী)। নারীঃ ১২৪৫৮, পুরুষঃ ১২০৭৮ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ
শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠাণ
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৪ টি
- উচ্চ বিদ্যালয়ঃ ৩টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ১টি
- মাদ্রাসা- ৪টি
দর্শনীয় স্থান
- কুশিয়ারা নদী - ইউনিয়নের প্রায় মাঝামাঝি দিয়ে প্রবাহিত।
কৃতী ব্যক্তিত্ব
অধ্যক্ষ মাসুদ খান ডঃ আব্দুস শহীদ
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- জহুর উদ্দিন
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোঃ রাইব উদ্দিন | ১৯৬০-১৯৬৪ |
০২ | অধ্যক্ষ মাসুদ খান | ১৯৬৪-১৯৭২ |
০৩ | মোঃ আং হক | ১/১/১৯৭২ থেকে ৩১/১২/১৯৭২ |
০৪ | মোঃ আলা উদ্দিন খান | ১৯৭৩-১৯৭৭ |
০৫ | মোঃ কামরুজ্জামান চৌঃ | ১৯৭৩-১৯৭৭ |
০৬ | মোঃ খায়রুজ্জামান চৌঃ | ১৯৭৭-১৯৮৪ |
০৭ | আং জব্বার | ১৯৮৪-১৯৮৮ |
০৮ | মোঃ শামছ উদ্দিন খান | ২১/৭/১৯৮৮ থেকে ৫/৫/১৯৯২ |
০৯ | রইছ আলী | ৫/৫/১৯৯২ থেকে ২৩/২/১৯৯৮ |
১০ | মোঃ নুর উদ্দিন | ২৩/২/১৯৯৮ থেকে ৫/৪/২০০৩ |
১১ | মোঃ শামছ উদ্দিন খান | ৫/৪/২০০৩ থেকে ১৫/৬/২০০৭ |
১২ | মোঃ ছিদ্দেক আলী (ভারপ্রাপ্ত) | ১৫/৬/২০০৭ থেকে ১৫/৯/২০০৭ |
১৩ | শামছ উদ্দিন খান | ১৫/৯/২০০৭ থেকে ১৬/৮/২০১১ |
১৪ | মোঃ আখতার হোসেন খান | ১৭/০৮/২০১১ থেকে ১৭-০৬-২০১৬ |
তথ্যসূত্র
- "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- "এক নজরে শেওলা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।