চরখাই ইউনিয়ন
চরখাই ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম ইউনিয়ন।[1][2][3]
চরখাই | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() চরখাই ![]() ![]() চরখাই | |
স্থানাঙ্ক: ২৪°৫৪′৪৭.৯৯৯″ উত্তর ৯২°১০′২১.০০০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিয়ানীবাজার উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩৬৬৪ হেক্টর (৯০৫৫ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,৫৭৫ |
• জনঘনত্ব | ৮৩০/কিমি২ (২২০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ২৫ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
সিলেট সদর হইতে ইউনিয়ন পরিষদের দূরত্ব ৩৩ কিলোমিটার। উপজেলা সদরের দূরত্ব ১৯ কিলো মিটার। চারখাই ইউনিয়ন পরিষদের পূর্বদিকে ৮ কিলোমিটার দূরে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন পরিষদ অবস্থিত। পশ্চিম দিকে ৮কিলোমিটার দূরে ১নং আলীনগর ইউনিয়ন পরিষদ অবস্থিত। উত্তর দিকে ৭ কিলোমিটার দূবে ৩নং দুবাগ ইউনিয়ন পরিষদ। দক্ষিণ দিকে কানাইঘাট উপজেলার সাথ সীমানা র্নিধারণী সুরমা নদী। বিয়ানীবাজার,জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত।
গ্রাম সমূহ
গ্রামের সংখ্যাঃ ২৬টি।
আয়তন ও জনসংখ্যা
আয়তনঃ ৩,৬৬৬ হেক্টর। জনসংখ্যাঃ- ৩২,৬১৪ জন। পুরুষ: ১৬,৪৪৮ জন, মহিলা: ১৬,১৬৬ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ
শিক্ষার হারঃ ৮০%
শিক্ষা প্রতিষ্ঠাণ
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪ টি
- রেজি: প্রাথমিক বিদ্যালয় ১টি
- মাধ্যমিক বিদ্যালয় ২টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি
- কে.জি.স্কুল ৫টি
- মাদ্রাসা ৮টি
- জামে মসজিদ ৪৮টি
দর্শনীয় স্থান
কৃতী ব্যক্তিত্ব
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান- মোঃ মাহমুদ আলী
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | আব্দুল হান্নান চৌধুরী | ১৯ মার্চ ১৯৫৯ - ২৪ মে ১৯৬০ |
০২ | আব্দুল মন্নান চৌধুরী (ভারপ্রাপ্ত) | ২৫ মে ১৯৬০ - ৩ জানুয়ারি ১৯৬১ |
০৩ | হাজী আছদ্দর আলী | ৪ জানুয়ারি ১৯৬১ - ২৩ জানুয়ারি ১৯৬৫ |
০৪ | হাজী আছদ্দর আলী | ২৪ জানুয়ারি ১৯৬৫ - ১৬ ডিসেম্বর ১৯৭১ |
০৫ | মুজম্মিল আলী (রিলিফ) | ১৭ ডিসেম্বর ১৯৭১ - ১২ ফেব্রুয়ারি ১৯৭৩ |
০৬ | সুলতান আহমদ চৌঃ (প্রশাসনিক) | ১৭ ডিসেম্বর ১৯৭১ - ৩ মার্চ ১৯৭৩ |
০৭ | আব্দুল আজিজ চোধুরী | ২৩ মার্চ ১৯৭৩ - ২ মার্চ ১৯৭৫ |
০৮ | আব্দুল হান্নান চৌঃ(ভারপ্রাপ্ত) | ৩ মার্চ ১৯৭৫ - ১ ফেব্রুয়ারি ১৯৭৬ |
০৯ | আব্দুল হাছিব চৌধুরী | ২ ফেব্রুয়ারি ১৯৭৬ - ১৫ মার্চ ১৯৭৭ |
১০ | মুজম্মিল আলী | ১৬ মার্চ ১৯৭৭ - ২৪ ফেব্রুয়ারি ১৯৮৪ |
১১ | আব্দুল মুহিত চৌধুরী | ২৫ ফেব্রুয়ারি ১৯৮৪ - ২২ মার্চ ১৯৮৮ |
১২ | আব্দুল মুহিত চৌধুরী | ২৩ মার্চ ১৯৮৮ ১৬ ফেব্রুয়ারি ১৯৯২ |
১৩ | আব্দুল হাছিব চৌধুরী | ১৭ ফেব্রুয়ারি ১৯৯২ - ১৩ মার্চ ১৯৯৭ |
১৪ | আব্দুল মুহিত চৌধুরী | ২২ মার্চ ১৯৯৭ ১৯ মার্চ ২০০৩ |
১৫ | আব্দুল মুহিত চৌধুরী | ২০ মার্চ ২০০৩ ১৭ আগস্ট ২০১১ |
১৬ | মোঃ মাহমুদ আলী | ১৮ আগস্ট ২০১১ - চলমান |
তথ্যসূত্র
- "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- "চারখাই ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
- "বিয়ানীবাজার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। ২ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.