লাকসাম রেলওয়ে জংশন
লাকসাম রেলওয়ে জংশন বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন এবং দেশের পাঁচটি বৃহত্তম জংশনের একটি। এটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় অবস্থিত। রেল যোগাযোগ ব্যবস্থায়, জংশন হচ্ছে এমন একটি জায়গা, যেখান থেকে দুই বা ততোধিক রেলপথে আসা যাওয়া করতে পারে। যে স্টেশনে বা তার নিকটে কোন রেলওয়ে জংশন থাকে, তাকে রেল যোগাযোগ সেবায় জংশন স্টেশন নামে অভিহিত করা হয়। লাকসাম হচ্ছে একটি জংশন স্টেশন।[2]
লাকসাম রেলওয়ে জংশন লাকসাম রেলস্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ে স্টেশন এবং জংশন | |
লাকসাম রেলওয়ে স্টেশন জংশন | |
অবস্থান | লাকসাম, কুমিল্লা![]() |
স্থানাঙ্ক | ২৩°১৪.৮′ উত্তর ৯১°৭.৭′ পূর্ব |
লাইন (সমূহ) | আখাউড়া-লাকসাম-চট্টগ্রাম লাইন, লাকসাম-নোয়াখালী লাইন, লাকসাম-চাঁদপুর লাইন[1] |
প্ল্যাটফর্ম | ০৪ |
নির্মাণ | |
গঠনের ধরণ | আদর্শগত (মূল স্টেশনের) |
অন্য তথ্য | |
অবস্থা | কার্যকর |
ইতিহাস | |
চালু | ১৮৯৩ |
অবস্থান | |
ইতিহাস
লাকসাম রেলওয়ে জংশন প্রায় ৩০০ একর সম্পত্তির উপর ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। লাকসাম জংশন স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন বিল্ডিংসহ ৪ টি প্ল্যাটফরম রয়েছে। প্রতিদিন প্রায় ২০ জোড়া ট্রেন লাকসামের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে।
আরো দেখুন
তথ্যসূত্র
- "Train derails in Laksam"। bdnews24.com।
- "Double rail lines on Dhaka-Chittagong route opens today - Dhaka Tribune"। dhakatribune.com।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.