বেলঘরিয়া

বেলঘরিয়া হলো বৃৃহত্তর কলকাতার অন্তর্গত কামারহাটি পৌরসভার একটি শহরাঞ্চল৷[1] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত লোকালয়৷ লোকালয়টি রাজধানী শহর কলকাতার উত্তরে অবস্থিত৷ শহরটি কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি-এর অংশ৷[2]

বেলঘরিয়া
কলকাতার উপকন্ঠের শহর
ফিডার রোড বেলঘরিয়া
বেলঘরিয়া
বেলঘরিয়ার অবস্থান পশ্চিমবঙ্গে
স্থানাঙ্ক: ২২.৬৫° উত্তর ৮৮.৩৮° পূর্ব / 22.65; 88.38
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগনা
শহরকলকাতা মহানগর অঞ্চল
উচ্চতা১৫ মিটার (৪৯ ফুট)
ভাষা
  সরকারীবাংলা, ইংরাজী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন কোড৭০০০৫৬, ৭০০০৮৩
লোকসভা নির্বাচনকেন্দ্রদমদম
বিধানসভা নির্বাচনকেন্দ্রকামারহাটি
পৌরসভাকামারহাটি

পর্যটন

  • কবি চণ্ডীচরণ মিত্রের বসতবাটি
  • দক্ষিণপাড়া ভুবনমোহন বন্দোপাধ্যায় বসতবাটি
  • টেক্সম্যাকো কারখানা
  • বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন
  • প্রাচীন ৫ টি শিবমন্দির
    • পঞ্চাননতলা শিবমন্দির
    • রায়চৌধুরীবাড়ি জোড়া শিব মন্দির
    • বুড়োশিবতলা শিবমন্দির
    • রত্নেশ্বর মন্দির
    • ঘোষালবাড়ি জোড়া শিব মন্দির

পরিবহন ব্যাবস্থা

ফিডার রোড বেলঘরিয়ার একটি গুরুত্বপূর্ণ সড়কপথ যা পশ্চিমে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ও পূর্বে মধুসূদন ব্যানার্জী রোডের মাধ্যমে কলকাতা বিমানবন্দরকে বেলঘরিয়ার সাথে যুক্ত করেছে৷

বেলঘরিয়া স্টেশন

শিয়ালদহ-রানাঘাট রেলপথ-এ বেলঘরিয়া স্টেশন খুবই গুরুত্বপুর্ণ৷ এছাড়া নিকটবর্তী স্টেশনগুলি হলো বরানগর রোড স্টেশনবিরাটি স্টেশন৷ নবনির্মিত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নিবেদিতা সেতুযশোর রোডকে যুক্ত করেছে৷

নিবেদিতা সেতুর নিকট বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে

বাস পরিবহন

শিক্ষাকেন্দ্র

তথ্যসূত্র

  1. https://kamarhatimunicipality.org
  2. https://www.kmdaonline.org
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.