কাঁকুড়গাছি
কাঁকুড়গাছি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তর-মধ্যাঞ্চলের একটি এলাকা। এটি একটি বহুজাতিক আবাসন ও বাণিজ্যিক এলাকা তথা কলকাতার অন্যতম সমৃদ্ধ অঞ্চল।[1]
কাঁকুড়গাছি | |
---|---|
কলকাতার অঞ্চল | |
![]() ![]() কাঁকুড়গাছি | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৩৪.৫″ উত্তর ৮৮°২৩′১৫.১″ পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
কলকাতা পৌরসংস্থার ওয়ার্ড | ৩০, ৩১, ৩২ |
মেট্রো স্টেশন | নেই |
উচ্চতা | ৩৬ ফুট (১১ মিটার) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন কোড | ৭০০ ০৫৪ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
ইতিহাস
২০১৫ সালে কাঁকুড়গাছি অঞ্চলে একটি জাল নোট তৈরির চক্র ধরা পড়ে।[2] এই চক্র পাঁচ বছর ধরে ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের নোট জাল করছিল।
পরিবহণ ব্যবস্থা
কাঁকুড়গাছি বাস ও অটোরিক্সা রুটের মাধ্যমে কলকাতার অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত। যদিও ২০১৪ সালের পরিস্থিতি অনুসারে, এই অঞ্চলের অনেক রাস্তার অবস্থা বেশ খারাপ।[3]
অর্থনীতি
কাঁকুড়গাছিতে প্রথমে প্যান্টালুনের একটি বড়ো আউটলেট তৈরি হয়। পরে এখানে তানিসক, ফ্যাবইন্ডিয়া, কউটন্স ও এম. পি. জুয়েলার্সের দোকান তৈরি হয়। এরপরই কাঁকুড়গাছি অলংকার ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে।[4]
দর্শনীয় স্থান
• রামকৃষ্ণ মঠ (যোগোদ্যান) – রামকৃষ্ণ পরমহংসের শিষ্য রামচন্দ্র দত্ত স্থাপিত রামকৃষ্ণ সমাধি মন্দির ও মঠ।
তথ্যসূত্র
- "Real Estate Defines Lifestyle and Economy of West Bengal"। India Blooms। ২৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
- "Fake Currency Unit Unearthed in Kolkata"। The Times of India। ৪ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।
- "Bad Roads to Dampen Puja Fun"। Times of India। ২৫ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৪।
- Sutodia, Sandhya (৩০ এপ্রিল ২০১৩)। "Kankurgachi Emerges as the Jewelry Hub"। Diamond World। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৫।