পাবনা মেডিকেল কলেজ

পাবনা মেডিকেল কলেজ বাংলাদেশের রাজশাহী বিভাগের নতুন শিক্ষাশহর হিসাবে পরিচিত হওয়া পাবনা শহরে অবস্থিত।[1] ২০০৮ সালে এটি পাবনা মানসিক হাসপাতালের পাশে প্রতিষ্ঠিত হয়।[2]

পাবনা মেডিকেল কলেজ
পাবনা চিকিৎসা মহাবিদ্যালয়
ধরনসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০০৮ (2008)
প্রাধ্যক্ষডা.শাফিকুল হাসান।
অধ্যক্ষপ্রফেসর ডা.নিরঞ্জন কুমার বসাক।
শিক্ষায়তনিক কর্মকর্তা
২৫
শিক্ষার্থী৩৮৪ জন
অবস্থান, ,
শিক্ষাঙ্গনপাবনা।
সংক্ষিপ্ত নামপিএমসি
ওয়েবসাইটpmc.edu.bd

ইতিহাস

প্রধানমন্ত্রীর নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা অনুযায়ী ২২-০৯-২০০৮ ইং তারিখে পাবনা মানসিক হাসপাতালের পেছনে দুটি পরিত্যক্ত ভবনে প্রশাসনিকভাবে পাবনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। পরের বছর একই জায়গার ৩০ একর জমির উপর এর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালে ৬তলা প্রশাসনিক ভবনের কাজ শেষ হয়।বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানাধীন রয়েছে। [2]

অবস্থান

পাবনা জেলা শহরের হেমায়েতপুর এলাকার পাবনা মানসিক হাসপাতালে পাশেই পাবনা মেডিকেল কলেজটি অবস্থিত।

একাডেমিক ভবন

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল

মেডিকেল কলেজ হাসপাতালের কাজ এখনো অসম্পূর্ণ। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করতে হয়। ২০১৯ সালে পরমাণু চিকিৎসা কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

হোস্টেল

ছেলেদের জন্য একাডেমিক ভবন থেকে অদূরে একটি হোষ্টেল রয়েছে যা ২তলা বিশিষ্ট।

মেয়েদের জন্য একাডেমিক ভবন এর অপর পাশে একটি মহিলা হোষ্টেল করা হয়েছে যা ৩তলা বিশিষ্ট।

এবং ইন্টার্ন ডাক্তারদের জন্য রয়েছে পাবনা সদর হাসপাতাল সংলগ্ন ৩টি ভবন যা ৩তলা বিশিষ্ট।

সংগঠন

  • সন্ধানী ক্লাব
  • মেডিসিন ক্লাব
  • রোটারাক্ট ক্লাব

বর্তমানে সাময়িক নিষেধাজ্ঞার কারণে ক্লাব কার্যক্রম বন্ধ আছে।

তথ্যসূত্র

  1. "পাবনা মেডিকেল কলেজ"। আমার দেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০১৫
  2. "নেই এর আবর্তে পাবনা মেডিকেল কলেজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.