জেমস এস ল্যাঙ্গার

জেমস এস ল্যাঙ্গার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক।

জেমস এস ল্যাঙ্গার
জন্ম১৯৩৪
Pittsburgh, পেনসিলভ্যানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
বাসস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
নাগরিকত্বমার্কিন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানকার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
প্রাক্তন ছাত্রকার্নেগী মেলন বিশ্ববিদ্যালয়
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাRudolf Peierls
পিএইচডি ছাত্ররাAlain Karma
Michael Marder
James A. Warren
Michael Falk
উল্লেখযোগ্য
পুরস্কার
Oliver Buckley Prize (1997)

জীবনী

ল্যাঙ্গার ১৯৩৪ সালে পেনসিলভ্যানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি কার্নেগী মেলন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৫ সালে পদার্থবিজ্ঞানে গ্র্যাজুয়েট হন। তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে গাণিতিক পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা এর ইন্সটিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্সের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। [1]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.