হেলেন কুইন
হেলেন কুইন একজন অস্ট্রেলীয় বংশোদ্ভূত কণা পদার্থবিজ্ঞানী।
হেলেন কুইন | |
---|---|
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হেলেন কুইন | |
জন্ম | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ১৯ মে ১৯৪৩
জাতীয়তা | মার্কিন |
যেখানের শিক্ষার্থী | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, postdoctoral work at DESY |
পেশা | কণা পদার্থবিজ্ঞানী |
নিয়োগকারী | হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার |
বোর্ড সদস্য | Board on Science Education of the National Research Council (of NAS) |
জীবনী
কুইন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বিএস, ১৯৬৪ সালে এমএস এবং ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ১৯৭২ সালে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯৭৬ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। [1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.