চেরি অ্যান মারে
চেরি অ্যান মারে হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এর ডীন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এর জন এ অ্যান্ড এলিজাবেথ এস আর্মস্ট্রং অধ্যাপক। তিনি ২০০৯ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এর প্রেসিডেন্ট ছিলেন।
চেরি অ্যান মারে[1] | |
---|---|
জন্ম | Fort Riley, কানসাস |
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, পরীক্ষাগত পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, Lawrence Livermore National Laboratory, Bell Laboratories, হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস |
প্রাক্তন ছাত্র | ব্যাচেলর অব সায়েন্স (পদার্থবিজ্ঞান) (ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ১৯৭৩), ডক্টর অব ফিলোসফি (পদার্থবিজ্ঞান) (ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ১৯৭৮) |
উল্লেখযোগ্য পুরস্কার | American Physical Society Maria Goeppert-Mayer Award (1989), American Physical Society George E. Pake Prize (2005) |
শিক্ষাজীবন
মারে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৩ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৯৭৮ সালে ডক্টর অব ফিলোসফি ডিগ্রি লাভ করেন। [2][3]
পেশাজীবন
মারে পিয়ার-রিভিউড জার্নালে ৭০ এর অধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি ২টি প্যাটেন্টের অধিকারী। হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস এ নিয়োগের পূর্বে তিনি লরেন্স লিভারমোর ন্যশনাল ল্যাবরেটরী এর প্রিন্সিপাল অ্যাসোসিয়েট ডিরেক্টর ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিলেন। মারে ৮০টির অধিক জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি, গভর্নিং বোর্ড এবং ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে দায়িত্ব পালন করেছেন। [2][3]
সদস্য
সদস্যপদ
- ইউনাইটেড স্টেটস ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং
- ইউনাইটেড স্টেটস ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
- ফেলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স
তথ্যসূত্র
- "APS Centennial Meeting: Presentations: Cherry Ann Murray", 1999, American Physical Society, <http://www.apscenttalks.org/chair.cfm?sessID=28>.
- http://www.seas.harvard.edu/directory/camurray
- http://www.seas.harvard.edu/deans-office/biography