হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড

হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।

হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড
জন্মমার্চ ১২, ১৮৭০
ইলিনয়, USA
মৃত্যুডিসেম্বর ৩১, ১৯২০
On a train between Chicago and Washington, D.C.
বাসস্থানUSA, Austria
জাতীয়তামার্কিন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানইয়েল বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ছাত্রজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
পিএইচডি উপদেষ্টাজোসিয়াহ উইলার্ড গিবস
হেনরি অগাস্টাস রোল্যান্ড
পিএইচডি ছাত্ররাLeigh Page
হ্যারি নিকুইস্ট
জন স্টুয়ার্ট ফস্টার

জীবনী

বামস্টিড ১৮৭০ সালের ১২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৮৯১ সালে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন। তিনি ১৮৯৭ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮৯৩ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এর শেফিল্ড সায়েন্টিফিক স্কুল এ প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯০০ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.