হ্যারি নিকুইস্ট
হ্যারি নিকুইস্ট কমিউনিকেশন থিওরিতে অবদান রাখা একজন বিজ্ঞানী।
হ্যারি নিকুইস্ট | |
---|---|
![]() হ্যারি নিকুইস্ট (১৮৮৯-১৯৭৬) | |
জন্ম | Stora Kil, Nilsby, Värmland, Sweden | ৭ ফেব্রুয়ারি ১৮৮৯
মৃত্যু | ৪ এপ্রিল ১৯৭৬ ৮৭) টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
বাসস্থান | মার্কিন যুক্তরাষ্ট্র |
নাগরিকত্ব | মার্কিন |
কর্মক্ষেত্র | ইলেক্ট্রনিক প্রকৌশল |
প্রতিষ্ঠান | বেল ল্যাব্স |
প্রাক্তন ছাত্র | ইয়েল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা |
পিএইচডি উপদেষ্টা | হেনরি অ্যান্ড্রুজ বামস্টিড |
পরিচিতির কারণ | নিকুইস্ট–শ্যানন স্যামপ্লিং থিওরেম নিকুইস্ট রেট জনসন–নিকুইস্ট নয়েজ নিকুইস্ট স্ট্যাবিলিটি ক্রাইটেরিয়ন নিকুইস্ট আইএসআই ক্রাইটেরিয়ন নিকুইস্ট প্লট নিকুইস্ট ফ্রিকোয়েন্সি নিকুইস্ট ফিল্টার ফ্লাকচুয়েশন ডিসিপেশন থিওরেম |
উল্লেখযোগ্য পুরস্কার | আইইই মেডেল অব অনার Stuart Ballantine Medal (1960) |
জীবনী
নিকুইস্ট ১৮৮৯ সালের ৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটা থেকে তড়িৎ প্রকৌশলে ১৯১৪ সালে বিএস এবং ১৯১৫ সালে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৭ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯১৭ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এটিঅ্যান্ডটির ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চে কাজ করেন। ১৯৩৪ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত বেল ল্যাব্স এ কর্মরত ছিলেন। তার ৩৭ বছরের কর্মজীবনে তিনি ১৩৮টি প্যাটেন্ট লাভ করেন। [1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.