হেনরি ডিওলফ স্মিথ
হেনরি ডিওলফ স্মিথ | |
---|---|
হেনরি ডিওলফ স্মিথ (1898-1986) | |
জন্ম | Clinton, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র | ১ মে ১৮৯৮
মৃত্যু | ১১ সেপ্টেম্বর ১৯৮৬ ৮৮) প্রিন্সটন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
বাসস্থান | প্রিন্সটন, নিউ জার্সি |
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দ | কার্ল টেইলর কম্পটন আর্নেস্ট রাদারফোর্ড |
পিএইচডি ছাত্ররা | কেনেথ বেইনব্রিজ |
পরিচিতির কারণ | Smyth Report |
উল্লেখযোগ্য পুরস্কার | Atoms for Peace Award (1968) Distinguished Honor Award (1970) Nuclear Statesman Award (1972) |
হেনরি ডিওলফ স্মিথ একজন মার্কিন পদার্থবিজ্ঞানী।
জীবনী
স্মিথ ১৮৯৮ সালের ১ মে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৮ সালে গ্র্যাজুয়েট হন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান থেকে ১৯২০ সালে মাস্তার্স এবং ১৯২১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এর ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর পদার্থবিজ্ঞান বিভাগে ১৯২৪ সালে ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন। তিনি ১৯২৫ সালে সহকারী অধ্যাপক, ১৯২৯ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৩৬ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৩৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.