কেনেথ বেইনব্রিজ
কেনেথ টম্পকিনস বেইনব্রিজ একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি সাইক্লোট্রন নিয়ে গবেষণা করেন। তিনি ম্যানহাটন প্রকল্প এর ট্রিনিটি তেস্ট এর পরিচালক ছিলেন, যেটি ১৯৪৫ সালের ১৬ জুলাই সংঘটিত হয়।
কেনেথ টম্পকিনস বেইনব্রিজ | |
---|---|
![]() | |
জন্ম | কুপারসটাউন, নিউ ইয়র্ক | ২৭ জুলাই ১৯০৪
মৃত্যু | ১৪ জুলাই ১৯৯৬ ৯১) লেক্সিংটন, ম্যাসাচুসেটস | (বয়স
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসবি, এসএম.) প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Ph.D.) |
পিএইচডি উপদেষ্টা | হেনরি ডিওলফ স্মিথ |
পিএইচডি ছাত্ররা | এডওয়ার্ড মিল্স পারসেল |
পরিচিতির কারণ | Nuclear mass measurements Director of the Trinity nuclear test |
স্বাক্ষর ![]() |
জীবনী
বেইনব্রিজ ১৯০৪ সালের ২৭ জুলাই নিউ ইয়র্কের কুপারস্টাউনে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স এবং মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি গ্রীষ্মকালীন ছুটিতে ম্যাসাচুসেটস এবং নিউ ইয়র্কের জেনারেল ইলেকট্রিক ল্যাবরেটরীতে কাজ করতেন। সেখানে তিনি ফটোইলেক্ত্রিক টিউব সম্পর্কিত তিনটি প্যাটেন্ট লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ হেনরি ডিওলফ স্মিথ এর তত্ত্বাবধানে ১৯২৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তথ্যসুত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.