জলসাঘর (চলচ্চিত্র)

জলসাঘর [1] (ইংরেজি: Jalsaghar, "The Music Room") তারাশংকর বন্দোপাধ্যায়ের কাহিনী নিয়ে ১৯৫৮ সালে নির্মিত বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের চতুর্থ চলচ্চিত্র । ছবির শুটিং হয় মুর্শিদাবাদ থেকে ১০ কিমি দূরে নিমতাতা গ্রামের নিমতিতা রাজবাড়ীতে। এতে অভিনয় করেছেন ছবি বিশ্বাস, পদ্মা দেবী, পিনাকী সেনগুপ্ত, গঙ্গাপদ বসু, কালী সরকার, এবং উস্তাদ বিসমিল্লাহ খান

জলসাঘর
জলসাঘর এর পোস্টার
পরিচালকসত্যজিত রায়
প্রযোজকসত্যজিত রায়
চিত্রনাট্যকারসত্যজিত রায়
উৎসতারাশংকর বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
ছোট গল্প জলসাঘর
শ্রেষ্ঠাংশেছবি বিশ্বাস
পদ্মা দেবী
পিনাকি সেনগুপ্ত
গঙ্গাপদ বসু
তুলসি লাহিড়ী
কালি শঙ্কর
ওস্তাদ ওহিদ খান
রোশান কুমারী
বেগম আখতার
সুরকারবিলায়েত খাঁ
চিত্রগ্রাহকসুব্রত মিত্র
সম্পাদকদুলাল দত্ত
প্রযোজনা
কোম্পানি
অড়োরা
পরিবেশকContemporary Films (UK)
Edward Harrison (US)
মুক্তি
  • ১০ অক্টোবর ১৯৫৮ (1958-10-10) (India)
  • এপ্রিল ১৯৬২ (1962-04) (UK)
  • ১৫ অক্টোবর ১৯৬৩ (1963-10-15) (US)
দৈর্ঘ্য১০০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

কাহিনীর পুরোটাজুড়েই আছে জমিদার বিশ্বম্ভর বাবুর পতন। অতিত জমিদারি প্রচন্ড দাপট আর নেই। কিন্তু জমিদার বাবুর দম্ভ ও অহংকার আছে। ছবিতে জামিদারের অহংকারকে একটু নমনীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। জমিদারের সংগীতের প্রতি অনুরাগ আছে। গল্পের শেষে বিশ্বম্ভর বাবুর করুন পরিনতি দেখান হয়।

অভিনয়

  • ছবি বিশ্বাস – বিশ্বম্ভর রায়
  • পদ্মা দেবী – মহামায়া, রায়ের স্ত্রী
  • পিনাকি সেন গুপ্ত – খোকা, রায়ের ছেলে
  • গঙ্গাপদ বসু – মাহিম গাঙ্গুলি, প্রতিবেশী
  • তুলসী লাহিড়ী – রায়ের স্টেট ম্যানেজার
  • কালি শঙ্কর – অনন্ত, রায়ের চাকর
  • ওস্তাদ ওয়াহেদ খান – ওস্তাদ উজির খান, গায়ক
  • রোশান কুমারী – কৃষ্ণা বাঈ, নর্তকী
  • বেগম আখতার – দুর্গা বাঈ, গায়িকা

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.