জয় বাবা ফেলুনাথ (চলচ্চিত্র)

জয় বাবা ফেলুনাথ সত্যজিৎ রায়ের পরিচালনায় নির্মিত তারই রচিত একই নামের ফেলুদার গোয়েন্দা উপন্যাস নিয়ে একটি চলচ্চিত্র। এই চলচ্চিত্রে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং মগনলাল মেঘরাজের ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত

জয় বাবা ফেলুনাথ
জয় বাবা ফেলুনাথ চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকR.D.B. Productions
রচয়িতাসত্যজিৎ রায়
চিত্রনাট্যকারসত্যজিৎ রায়
কাহিনীকারসত্যজিৎ রায়
শ্রেষ্ঠাংশেসৌমিত্র চট্টোপাধ্যায়,
সন্তোষ দত্ত,
সিদ্ধার্থ চট্টোপাধ্যায়,
উৎপল দত্ত,
হারাধন বন্দ্যোপাধ্যায়,
বিপ্লব চট্টোপাধ্যায়
সুরকারসত্যজিৎ রায়
মুক্তি
  •  জানুয়ারি ১৯৭৯ (1979-01-05)
দৈর্ঘ্য১১২ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়Rs. ৬ লাখ
আয়Rs. ৭ লাখ

কাহিনী সংক্ষেপ

এই কাহিনী আবর্তিত হয়েছে কাশী অর্থাৎ বেনারস শহরকে ঘিরে। সেখানকার বনেদি ঘোষালবাড়ির বহুমূল্যবান গনেশমূর্তিকে হাতাতে চায় ক্ষমতাশীল ব্যক্তি মগনলাল। যে মুর্তিকে লুকিয়ে রেখেছিল বাড়ির কণিষ্ঠতম সদস্য রুকু আর গৃহকর্তা, তার দাদু। অন্যদিকে গঙ্গার ঘাটে আবির্ভাব এক রহস্যময় মছলিবাবার। অজানা আততায়ী হত্যা করে মুর্তি গড়ার কারীগর শশীবাবুকে, যিনি কাকতালীয়ভাবে উদ্ধার করেন গণেশমূর্তিটি সিংহের মুখের ভেতর থেকে। দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন ফেলুদা স্থানীয় পুলিশের সহায়তায় জাল গুটিয়ে আনেন।[1]

তথ্যসূত্র

  1. ১৯৭৯। "Joi Baba Felunath: The Elephant God"IMDb। সংগ্রহের তারিখ 22.02.2017 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.