হীরক রাজার দেশে
হীরক রাজার দেশে বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র। রুপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে। তবে কেবল একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি। তিনি হলেন শিক্ষক। এ দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবার চিন্তাই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ।
হীরক রাজার দেশে | |
---|---|
![]() Theatrical release poster | |
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | পশ্চিমবঙ্গ সরকার |
রচয়িতা | সত্যজিৎ রায় |
চিত্রনাট্যকার | সত্যজিৎ রায় |
কাহিনীকার | সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | তপন চট্টোপাধ্যায়, রবি ঘোষ, উৎপল দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, প্রমোদ গাঙ্গুলী, অজয় বন্দ্যোপাধ্যায়, কার্তিক চট্টোপাধ্যায়, হরিধন মুখোপাধ্যায় |
সুরকার | সত্যজিৎ রায় |
চিত্রগ্রাহক | সৌমেন্দু রায় |
সম্পাদক | দুলাল দত্ত |
মুক্তি | ১৯শে ডিসেম্বর, ১৯৮০ |
দৈর্ঘ্য | ১১৮ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
চরিত্রায়নে
চরিত্র | অভিনেতা |
---|---|
গুপী | তপেন চট্টোপাধ্যায় |
বাঘা | রবি ঘোষ |
হীরক রাজা | উৎপল দত্ত |
উদয়ন পণ্ডিত | সৌমিত্র চট্টোপাধ্যায় |
শুণ্ডীর রাজা | সন্তোষ দত্ত |
এ.কে.এ. গবেষক | সন্তোষ দত্ত |
প্রহরী | কামু মুখোপাধ্যায় |
উদায়নের পিতা | প্রমোদ গঙ্গোপাধ্যায় |
উদায়নের মাতা | আল্পানা গুপ্তা |
চরনদাস | রাবিন মজুমদার |
ফজল মিয়া | সুনিল সরকার |
বালারাম | নানী গঙ্গোপাধ্যায় |
বিদূষক | অজয় বন্দ্যোপাধ্যায় |
সভা কবি | কার্তিক চট্টোপাধ্যায় |
সভা্র জ্যোতিষশাস্ত্রবিদ | হারিন্ধান মুখোপাধ্যায় |
মন্ত্রী | বিমাল দেব তারুন মিত্রা গোপাল দে শৈলেন গঙ্গোপাধ্যায় সামির মুখোপাধ্যায় |
পুরস্কার
বছর | পুরস্কার | পুরস্কার বিজয়ী | মন্তব্য |
---|---|---|---|
১৯৮০ | National Film Award for Best Male Playback Singer | অনুপ ঘোষাল | "পায়ে পড়ি বাঘ মামা..." |
১৯৮০ | National Film Award for Best Music Direction | সত্যজিৎ রায় | -- |
১৯৮০ | National Film Award for Best Lyrics | সত্যজিৎ রায় | "আহ কি আনন্দ আকাশে বাতাসে..." |
১৯৮০ | National Film Award for Best Feature Film in Bengali | সত্যজিৎ রায় | -- |
১৯৮৪ | Cyprus International Film Festival - বিশেষ পুরস্কার | সত্যজিৎ রায় | -- |
গানসমূহ
সংখ্যা | শিরোনাম | গায়ক | সময় |
---|---|---|---|
০১ | "মোরা দু’জনাই রাজার জামাই" | অনুপ ঘোষাল | ০৫:০৯ |
০২ | "আর বিলম্ব নয়" | অনুপ ঘোষাল | ০২:১৫ |
০৩ | "কতই রঙ্গ দেখি দুনিয়ায়" | আমার পাল | ০১:৪৬ |
০৪ | "আহা কি আনন্দ আকাশে বাতাসে" | অনুপ ঘোষাল | ০২:৫৪ |
০৫ | "আহ সাগরে দেখো চেয়ে" | অনুপ ঘোষাল | ০১:৪০ |
০৬ | "এ যে দৃশ্য দেখি অন্য" | অনুপ ঘোষাল | ০১:৩২ |
০৭ | "এবারে দেখো গর্বিত বীর" | অনুপ ঘোষাল | ০১:০৯ |
০৮ | "এসে হীরক দেশে" | অনুপ ঘোষাল | ০২:৫৫ |
০৯ | "ধোরো না কো শান্ত্রিমোসাই" | অনুপ ঘোষাল | ০১:৪১ |
১০ | "পায়ে পড়ি বাঘমামা" | অনুপ ঘোষাল | ০৩:২১ |
১১ | "নহি যন্ত্র" | অনুপ ঘোষাল | ০৪:২৬ |
১২ | "মোরা গুপী বাঘা দু’জন ভায়রা ভাই" | অনুপ ঘোষাল | ০১:১৯ |
মগজ ধোলায়ের সূত্র
সংখ্যা | সূত্র | চরিত্র | পেশা |
---|---|---|---|
০১ | "বাকি রাখা খাজনা, মোটে ভাল কাজ না" | ফজল মিয়া | কৃষক |
০২ | "ভর পেট নাও খাই, রাজ কর দেওয়া চাই" | ফজল মিয়া | কৃষক |
০৩ | "যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান" | ফজল মিয়া | কৃষক |
০৪ | "যে কয় পেটে খেলে পিঠে সয়, তার কথা ঠিক নয়" | হীরক রাজা | রাজা |
০৫ | "যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে যম" | বালারাম | খনি মজুর |
০৬ | "অনাহারে নাহি ক্ষেদ, বেশি খেলে বাড়ে মেদ" | বালারাম | খনি মজুর |
০৭ | "ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান" | বালারাম | খনি মজুর |
০৮ | "লেখাপড়া করে যে, অনাহারে মরে সে" | শিক্ষক | |
০৯ | "দড়ি ধরে মার টান, রাজা হবে খানখান" | হীরক রাজা | রাজা |
১০ | "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই" |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.