হীরক রাজার দেশে

হীরক রাজার দেশে বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র। রুপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে। তবে কেবল একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি। তিনি হলেন শিক্ষক। এ দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী, বাদবাকি সবার চিন্তাই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ।

হীরক রাজার দেশে
Theatrical release poster
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকপশ্চিমবঙ্গ সরকার
রচয়িতাসত্যজিৎ রায়
চিত্রনাট্যকারসত্যজিৎ রায়
কাহিনীকারসত্যজিৎ রায়
শ্রেষ্ঠাংশেতপন চট্টোপাধ্যায়,
রবি ঘোষ,
উৎপল দত্ত,
সৌমিত্র চট্টোপাধ্যায়,
সন্তোষ দত্ত,
প্রমোদ গাঙ্গুলী,
অজয় বন্দ্যোপাধ্যায়,
কার্তিক চট্টোপাধ্যায়,
হরিধন মুখোপাধ্যায়
সুরকারসত্যজিৎ রায়
চিত্রগ্রাহকসৌমেন্দু রায়
সম্পাদকদুলাল দত্ত
মুক্তি১৯শে ডিসেম্বর, ১৯৮০
দৈর্ঘ্য১১৮ মিনিট
দেশ ভারত
ভাষাবাংলা

চরিত্রায়নে

চরিত্রঅভিনেতা
গুপীতপেন চট্টোপাধ্যায়
বাঘারবি ঘোষ
হীরক রাজাউৎপল দত্ত
উদয়ন পণ্ডিতসৌমিত্র চট্টোপাধ্যায়
শুণ্ডীর রাজাসন্তোষ দত্ত
এ.কে.এ. গবেষক সন্তোষ দত্ত
প্রহরীকামু মুখোপাধ্যায়
উদায়নের পিতাপ্রমোদ গঙ্গোপাধ্যায়
উদায়নের মাতাআল্পানা গুপ্তা
চরনদাসরাবিন মজুমদার
ফজল মিয়াসুনিল সরকার
বালারামনানী গঙ্গোপাধ্যায়
বিদূষকঅজয় বন্দ্যোপাধ্যায়
সভা কবিকার্তিক চট্টোপাধ্যায়
সভা্র জ্যোতিষশাস্ত্রবিদহারিন্ধান মুখোপাধ্যায়
মন্ত্রীবিমাল দেব
তারুন মিত্রা
গোপাল দে
শৈলেন গঙ্গোপাধ্যায়
সামির মুখোপাধ্যায়

পুরস্কার

বছরপুরস্কারপুরস্কার বিজয়ীমন্তব্য
১৯৮০National Film Award for Best Male Playback Singerঅনুপ ঘোষাল"পায়ে পড়ি বাঘ মামা..."
১৯৮০National Film Award for Best Music Directionসত্যজিৎ রায়--
১৯৮০National Film Award for Best Lyricsসত্যজিৎ রায়"আহ কি আনন্দ আকাশে বাতাসে..."
১৯৮০National Film Award for Best Feature Film in Bengaliসত্যজিৎ রায়--
১৯৮৪Cyprus International Film Festival - বিশেষ পুরস্কারসত্যজিৎ রায়--

গানসমূহ

সংখ্যাশিরোনামগায়কসময়
০১"মোরা দু’জনাই রাজার জামাই"অনুপ ঘোষাল০৫:০৯
০২"আর বিলম্ব নয়"অনুপ ঘোষাল০২:১৫
০৩"কতই রঙ্গ দেখি দুনিয়ায়"আমার পাল০১:৪৬
০৪"আহা কি আনন্দ আকাশে বাতাসে"অনুপ ঘোষাল০২:৫৪
০৫"আহ সাগরে দেখো চেয়ে"অনুপ ঘোষাল০১:৪০
০৬"এ যে দৃশ্য দেখি অন্য"অনুপ ঘোষাল০১:৩২
০৭"এবারে দেখো গর্বিত বীর"অনুপ ঘোষাল০১:০৯
০৮"এসে হীরক দেশে"অনুপ ঘোষাল০২:৫৫
০৯"ধোরো না কো শান্ত্রিমোসাই"অনুপ ঘোষাল০১:৪১
১০"পায়ে পড়ি বাঘমামা"অনুপ ঘোষাল০৩:২১
১১"নহি যন্ত্র"অনুপ ঘোষাল০৪:২৬
১২"মোরা গুপী বাঘা দু’জন ভায়রা ভাই"অনুপ ঘোষাল০১:১৯

মগজ ধোলায়ের সূত্র

সংখ্যাসূত্রচরিত্রপেশা
০১"বাকি রাখা খাজনা, মোটে ভাল কাজ না"ফজল মিয়াকৃষক
০২"ভর পেট নাও খাই, রাজ কর দেওয়া চাই"ফজল মিয়াকৃষক
০৩"যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান"ফজল মিয়াকৃষক
০৪"যে কয় পেটে খেলে পিঠে সয়, তার কথা ঠিক নয়"হীরক রাজারাজা
০৫"যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে যম"বালারামখনি মজুর
০৬"অনাহারে নাহি ক্ষেদ, বেশি খেলে বাড়ে মেদ"বালারামখনি মজুর
০৭"ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান"বালারামখনি মজুর
০৮"লেখাপড়া করে যে, অনাহারে মরে সে"শিক্ষক
০৯"দড়ি ধরে মার টান, রাজা হবে খানখান"হীরক রাজারাজা
১০"জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই"

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.