অপু ত্রয়ী
পথের পাঁচালি, অপরাজিত এবং অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি বাংলা চলচ্চিত্র একত্রে অপু ত্রয়ী হিসেবে পরিচিত।
অপু ত্রয়ী | |
---|---|
Region 2 box set cover | |
পরিচালক | সত্যজিত রায় |
প্রযোজক | সত্যজিত রায় |
চিত্রনাট্যকার | সত্যজিত রায় |
উৎস | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক পথের পাঁচালি এবং অপরাজিত |
শ্রেষ্ঠাংশে | কানু ব্যানার্জি করুণা ব্যানার্জি (পথের পাঁচালি এবং অপরাজিত) |
সুরকার | রবি শঙ্কর |
চিত্রগ্রাহক | সুব্রত মিত্র |
সম্পাদক | দুলাল দত্ত |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এডওয়ার্ড হ্যারিসন (পথের পাঁচালি) |
মুক্তি | ২৬ আগষ্ট ১৯৫৫ (পথের পাঁচালি) ১ অক্টোবর ১৯৫৬ (অপরাজিত) ১ মে ১৯৫৯ (অপুর সংসার) |
দৈর্ঘ্য | ৩৪২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
পথের পাঁচালি
পথের পাঁচালি চলচ্চিত্রটি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবির মুখ্য চরিত্র অপু এক সদ্য-কিশোর; মানুষ ও প্রকৃতির পাঠশালায় পাঠ নিতে নিতে সে বড় হয়। এই ছবিতে সত্যজিৎ এক নিম্নবিত্ত, গ্রাম্য, বাঙালী ব্রাহ্মণ পরিবারের দিনলিপি তুলে ধরেন ছায়াছবির ভাষায়।
ছবিটিতে বালক অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়, কিশোরী দুর্গার চরিত্রে ঊমা দাশগুপ্তা, অপুর পিতা হরিহরের চরিত্রে কানু বন্দ্যোপাধ্যায়, মা সর্বজয়ার চরিত্রে করুণা বন্দ্যোপাধ্যায়, ইন্দির ঠাকরুন চরিত্রে চুনিবালা দেবী।
অপরাজিত
অপরাজিত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র অপু ত্রয়ীর দ্বিতীয় পর্ব।
অপুর সংসার
অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি অপু ত্রয়ীর শেষ পর্ব। এই চলচ্চিত্রতেই বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর প্রথম বার অভিনয় করেন ।