শাখা প্রশাখা

শাখা প্রশাখা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ১৯৯০ সালে এটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে সত্যজিৎ রায় সমাজে দুর্নীতির সর্বগ্রাসী রূপ তুলে ধরেছেন।

শাখা প্রশাখা (Branches of the Tree)
পরিচালকসত্যজিত রায়
প্রযোজকSatyajit Ray Productions, Gérard Depardieu (D. D. Productions), Daniel Toscan Du Plantier (Erato Films) and Soprofilms
রচয়িতাসত্যজিত রায়
শ্রেষ্ঠাংশেঅজিত বন্দোপ্যাধায়
হারাধন বন্দ্যোপাধ্যায়
দীপঙ্কর দে
সৌমিত্র চট্টোপাধ্যায়
রঞ্জিত মল্লিক
লিলি চক্রবর্তী
মমতা শঙ্কর
চিত্রগ্রাহকবরুন রাহা
সম্পাদকদুলাল দত্ত
মুক্তি১২ জুন, ১৯৯২
দৈর্ঘ্য১৩০ মিনিট
ভাষাবাংলা

ছবিটিতে আনন্দ মজুমদার চরিত্রে অজিত বন্দ্যোপাধ্যায়, চার পুত্র প্রবোধ, প্রশান্ত, প্রবীর ও প্রতাপ চরিত্রে যথাক্রমে হারাধন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে ও রঞ্জিত মল্লিক অভিনয় করেন। প্রবোধের স্ত্রী উমা চরিত্রে লিলি চক্রবর্তী এবং প্রতাপের স্ত্রী তপতী চরিত্রে মমতা শঙ্কর অভিনয় করেন।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.