পদ্মা দেবী
পদ্মা দেবী (১৯১৭-১৯৮৩) নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের একজন জনপ্রিয় ভারতীয় বাংলা বলিউড চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। ধীরুভাই দেশাই পরিচালিত এবং সরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী (১৯৩১) ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন।[1]
পদ্মা দেবী | |
---|---|
শ্রীমতি পদ্মা দেবী | |
![]() কিষান কন্যা চলচ্চিত্রে পদ্মা দেবী (১৯৩৭) | |
জন্ম | নীলিমা ১৯১৭ |
মৃত্যু | ১ ফেব্রুয়ারি ১৯৮৩ ৬৫–৬৬) | (বয়স
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কার্যকাল | ১৯৩১–১৯৭৯ |
উল্লেখযোগ্য কর্ম |
|
প্রাথমিক জীবন
পদ্মা দেবী ১৯১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারিপুর। তার প্রকৃত নাম নীলিমা।[1]
চলচ্চিত্র জীবন
১৯৩১ খ্রিষ্টাব্দে পদ্মা দেবী সমুদ্রদেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অ্যাকশন নায়িকাদের একজন।[2]
পদ্মা দেবী অভিনীত কিসান কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র যা ১৯৩৭ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান হামারা, যিনি রাম তিনি কৃষ্ণো এক-ই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা ভবানী আমার মা এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।[3]
তিনি বেশ কিছু চলচ্চিত্রে গান গেয়েছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা (১৯৩৩), মহারানি (১৯৩৪), বেহেন কা প্রেম (১৯৩৫), সংদিল সমাজ (১৯৩৬), কিষাণ কন্যা (১৯৩৭), জামানা (১৯৩৮)।[4] হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা বাংলা ও কান্নদা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন।
নির্বাচিত চলচ্চিত্র
পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য তালিকা:[5][6]
- সমুদ্রদেবী (১৯৩১)
- হিন্দ কিষোরী (১৯৩২)
- জ্বালামুখী (১৯৩৬)
- কিষান কন্যা (১৯৩৭)
- দুই নারী (১৯৩৭)
- জামানা (১৯৩৮)
- হিন্দুস্তান হামারা (১৯৪০)
- মমতা (১৯৪২)
- মহাকবি কালিদাস (১৯৪২)
- শেষ রক্ষা (১৯৪৪)
- কুশ নসিব (১৯৪৬)
- বউঠাকুরাণীর হাট (১৯৫৩)
- সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
- সাহেব বিবি গোলাম (১৯৫৬)
- বাড়ী থেকে পালিয়ে (১৯৫৮)
- জলসাঘর (১৯৫৮)
- ক্ষুধিত পাষান (১৯৬০)
- কাশ্মীর কা কলি (১৯৬৪)
- জন অরণ্য (১৯৭৬)
- এরুণ বরুন ও কিরণ মালা (১৯৭৯)।
মৃত্যু
১৯৮৩ খ্রিষ্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পদ্মা দেবী মৃত্যবরন করেন।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পদ্মা দেবী (ইংরেজি)
তথ্যসূত্র
- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (১৯৯৯-০৬-২৬)। Encyclopaedia of Indian cinema (ইংরেজি ভাষায়)। British Film Institute।
- "Padma Devi – Cineplot.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- "Padma Devi - Movies, Biography, News, Age & Photos"। BookMyShow। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- "Padma Devi | Movies, Singer - Bollywood MuVyz"। Padma Devi | Movies, Singer - Bollywood MuVyz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- says, Vidur Sury। "Padma Devi – Filmography – Cineplot.com" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- "PADMA DEBI: Film / Movie Information"। www.citwf.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।