জরায়ু
জরায়ু (ইংরেজিতে womb ঊম্ বা uterus ইউটেরাস্ মূলতঃ লাতিন উচ্চারণে উতেরুস্), স্ত্রী প্রজনন তন্ত্রের একটি অন্যতম প্রধান অঙ্গ। এটি মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর প্রধান প্রজনন অঙ্গ। জরায়ু একটি হরমোন প্রতিক্রিয়াশীল অঙ্গ। বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন ক্ষরণের দ্বারা এর কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয়। গর্ভধারণ কালে ফিটাস জরায়ুর অভ্যন্তরে বড়ো ও বিকশিত হয়। ইউটেরাস বা জরায়ু শব্দটি মূলত চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়, অপরদিকে দৈনন্দিন ব্যবহারে মূলত ওম্ব বা গর্ভথলি শব্দটি প্রাধান্য পায়। ইংরেজিতে জরায়ুকে বহুবচনে uteruses (ইউটেরাসেস) বা uteri (ইউটেরি) বলে।
জরায়ু | |
---|---|
![]() 1. গোলাকৃতি লিগামেন্ট 2. জরায়ু 3. জরায়ু গহ্বর 4. জরায়ুর অভ্যন্তর পৃষ্ঠ 5. ভারসিকাল পৃষ্ঠ (মূত্রথলির দিকে) 6. ফান্ডাস 7. জরায়ু দেহ 8. সারভিকাল নালির পালমেট ভাঁজসমূহ 9. সারভিকাল নালি 10. পেছনের ধার 11. জরায়ুর বহিঃস্থ অরফিস 12. ইসথমাস অফ ইউটেরাস 13. সারভিক্সের সুপরাভ্যাজাইনাল অংশ 14. সারভিক্সের যোনীয় অংশ 15. পূর্ববর্তী ধার 16. সারভিক্স | |
বিস্তারিত | |
অগ্রদূত | ম্যুলারিয়ান নালি |
ধমনী | ওভারিয়ান ধমনী, ইউটেরাইন ধমনী, ইউটেরাইন ধমনীর হেলিসাইন শাখাসমূহ |
শিরা | ইউটেরাইন শিরাসমূহ |
লসিকা | দেহ এবং সারভিক্সে অন্তঃস্থ ইলিয়াক লিম্ফ নোডসমূহ, ফান্ডাস-এ প্যারা-অ্যারোটিক লিম্ফ নোডসমূহ |
শনাক্তকারী | |
MeSH | A05.360.319.679 |
টিএ | A09.1.03.001 |
এফএমএ | FMA:17558 |
শারীরস্থান পরিভাষা |
জরায়ুর প্রান্তদেশ মোট তিনটি। একটি সারভিক্সে এসে শেষ হয়, যা যোনিতে গিয়ে উন্মুক্ত হয়। অপর দুটি প্রান্ত জরায়ুর উভয় পাশে দুই ফেলোপিয়ান নালিতে উন্মুক্ত।
স্থান
বাহির থেকে ভেতরের দিকে জরায়ুর দিকে যেতে যে অঙ্গগুলো অবস্থিত, তা হলো:
পর্ব
বাহির থেকে ভেতরের দিকে জরায়ুতে যে পর্বগুলো রয়েছে, তা হলো: পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম
সহায়ক চিত্র
- স্ত্রী প্রজনন তন্ত্রের সামনের অংশের স্কিমেটিক দৃশ্য
- জরায়ু ও জরায়ুজ নালিসমূহ
- Sectional plan of the gravid uterus in the third and fourth month.
- জরায়ুর ভেতরে ফিটাস (পঞ্চম ও ষষ্ঠ মাসের মধ্যবর্তী সময়ে)
- Vessels of the uterus and its appendages, rear view.
- জরায়ু এবং রাইট ব্রড লিগামেন্ট (পশ্চাৎদৃশ্য)
- স্ত্রী পেলভিস ও এর বিভিন্ন অংশ, সম্মুখ ও উপরের দৃশ্য
- Sagittal section of the lower part of a female trunk, right segment.
- জরায়ুর পশ্চাৎ-এর অর্ধাংশ এবং যোনির উপরাংশ
- The arteries of the internal organs of generation of the female, seen from behind.
- Median sagittal section of female pelvis.