পিটুইটারি গ্রন্থি

পিটুইটারি গ্রন্থি (ইংরেজি: Pituitary gland) হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি, মানব শরীরে যার ওজন ০.৫ গ্রাম (০.০১৮ আউন্স) এটা মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড অস্থির হাইপোফাইসিয়াল ফসাতে অবস্থিত।[2] পিটুইটারি গ্রন্থির ৩টি অংশ আছে। যথাঃ– (১) সম্মুখ অংশ (Anterior Lobe) (২) মধ্য অংশ (Intermediate lobe) (৩) পশ্চাৎ অংশ ( Posterior lobe)

  • পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে ৬ ধরনের হরমোন নিঃসৃত হয়। (১) শরীর বর্ধক হরমোন (২) থাইরোট্রপিক হরমোন (৩) এড্রিনোকোর্টিকোর্ট্রপিক হরমোন (৪) ফলিকন উদ্দীপক হরমোন (৫) লিউটিনাইজিং হরমোন (৬) প্রলেকটিন বা ল্যাকটোজেনিক হরমোন।
  • পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ হতে খুব বেশি হরমোন নিঃসৃত হয়না। এ অংশের নিঃসৃত একমাত্র হরমোনের নাম মেলানোসাইট উদ্দীপক হরমোন।
  • পশ্চাৎ অংশ থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়। যথাঃ– (১) এন্টিডিউরেটিক হরমোন (২) অক্সিটোসিন হরমোন।
পিটুটারি গ্রন্থি
মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থির অবস্থান, স্ফেনয়েড অস্থির সেলা টারসিকার মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে।
প্রাপ্তবয়স্ক বানরের হাইপোফাইসিসের মিডিয়ান স্যাজাইটাল দৃশ্য।
বিস্তারিত
অগ্রদূতneural and oral ectoderm, including Rathke's pouch
ধমনীসুপেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ইনফান্ডিবুলার ধমনী, প্রিকায়াজমাল ধমনী, ইনফেরিয়র হাইপোফাইসিয়াল ধমনী, ক্যাপসুলার ধমনী, ইনফেরিয়র ক্যাভারনাস সাইনাসের ধমনী। [1]
শনাক্তকারী
লাতিনhypophysis, glandula pituitaria
টিএA11.1.00.001
এফএমএFMA:13889
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

পিটুইটারি গ্রন্থির ব্যাপক কার্যকলাপের জন্য একে অন্তঃক্ষরা সুইচ বোর্ড ( Endrocrinological switch board) নামেও অভিহিত করা হয়।

আরো চিত্র

তথ্যসূত্র

  1. Gibo H, Hokama M, Kyoshima K, Kobayashi S (১৯৯৩)। "[Arteries to the pituitary]"। Nippon Rinsho51 (10): 2550–4। PMID 8254920
  2. Mancall, Elliott L.; Brock, David G., সম্পাদকগণ (২০১১)। "Cranial Fossae"। Gray's Clinical Anatomy। Elsevier Health Sciences। পৃষ্ঠা 154। আইএসবিএন 9781437735802।

বহিঃসংযোগ

টেমপ্লেট:BUHistology

টেমপ্লেট:Endocrine system টেমপ্লেট:Diencephalon

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.