ধমনী

ধমনী (ইংরেজি: Artery; গ্রিক ἀρτηρία - artēria, "শ্বাসনালী, ধমনী"[1]) মানব দেহের এমনসব রক্তবাহী নালী যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনী সবসময় পরিশোধিত তথা অক্সিজেনসমৃদ্ধ (অক্সিজিনেটেড) রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী এবং আমবিলিক্যাল ধমনী। [2]

ধমনী
মানব দেহের গুরুত্বপূর্ন ধমনী গুলির অবস্থান।
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনarteries
টিএA12.0.00.003
A12.2.00.001
এফএমএFMA:50720
শারীরস্থান পরিভাষা

ধমনীর গঠন

ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক ৷ ধমনীতে কপাটিকা থাকে না ৷ এর নালিপথ সরু ৷ হ্দপিন্ডের প্রত্যেক সংকোচনের ফলে দেহের ছোটো বড় সব ধমনীতে রক্ত তরঙ্গের ন্যায় প্রবাহিত হয় ৷ এতে ধমনীগাত্র সংকোচিত ও প্রসারিত হয় ৷ ধমনীর এই স্ফীতি ও সংকোচন কে নাড়িস্পন্দন বলে ৷ ধমনীর ভিতর রক্ত প্রবাহ , ধমনীগাত্রের সংকোচন ও প্রসারন , স্থিতিস্থাপকতা নাড়িস্পন্দনের প্রধান কারণ ৷ হাতের কবজির উপর হাত রেখে নাড়িস্পন্দন অনুভব করতে হয় ৷ তবে নাড়িস্পন্দন এমন ভাবে অনুভব করতে হবে যেন হাতের তর্জুনী হ্দপিন্ডের দিকে থাকে ৷

আণুবীক্ষণিক গঠন

প্রতিটি ধমনী তিনটি কোষস্তর নিয়ে গঠিত ৷নিম্নে তা ব্যাখ্যা করা হল :—

১) টিউনিকা এক্সটার্না (Tunica Externa) :- এটি একটি তন্তুম যোজক কলা দিয়ে তৈরি ৷

২) টিউনিকা মিডিয়া (Tunica Media) :- বৃত্তাকার অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি মাঝের স্তর ৷

৩) টিউনিকা ইন্টারনা (Tunica Interna) :- এই ভিতরের স্তরটি সরল অাবরনী কলা দিয়ে তৈরি ৷

Tunica Media

Tunica media is also known as Tunica Adventita .. It is a made of smooth mucle cells and elastic tissue .. The innremost layer , which is derect contact with the flow of blood is the Tunica Intima , commonly called the Intima .. This layer is made up of mainly endolhelial cells .. The hollomw internal cavity is which the blood flows is called the lumen ..

তথ্যসূত্র

  1. ἀρτηρία, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
  2. উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান বই (*বর্দ্ধন *সেন *ভক্ত) রচিত ক্যালকাটা বুক হাউস কর্তৃক প্রকাশিত।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.