অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র

অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা অন্তঃক্ষরা তন্ত্র (ইংরেজি: endocrine system) হচ্ছে রাসায়নিক বার্তাবহনের একটি অবস্থা, যা হরমোন তৈরীকারক গ্রন্থি দিয়ে গঠিত। মানবদেহে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড, অ‍্য‌া‌‍‍ডরেনাল গ্রন্থি। ভার্টিব্রাটায়, হাইপোথ্যালামাস অন্তঃক্ষরাতন্ত্রে সকল কাজ নিয়ন্ত্রণ করে।[1]

অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনSystema endocrinum
এফএমএFMA:9668
শারীরস্থান পরিভাষা

অন্তঃক্ষরা গ্রন্থি এবং পরিচিত ক্ষরিত হরমোন

মানবদেহের মাথা এবং ঘাড়ের অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ ও তাদের নিঃসৃত হরমোন

হাইপোথ্যালামাস

বা hypothalamus

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
থাইরোট্রপিন রিলিজিং হরমোন TRHহাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরনঅগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক হরমোন(TSH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
ডোপামিন
(প্রোল্যাক্টিন নিবারক হরমোন)
DA বা PIHআরকুয়েট নিউক্লিয়াসের ডোপামিন নিউরন অগ্র পিটুইটারি হতে প্রোল্যাক্টিন নিঃসরণে বাধা দেয়।
গ্রোথ হরমোন রিলিজিং হরমোন GHRHআরকুয়েট নিউক্লিয়াসের নিউরো-এন্ডোক্রাইন নিউরনঅগ্র পিটুইটারি হতে গ্রোথ হরমোন কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
সোমাটোস্ট্যাটিন
(গ্রোথ হরমোন নিবারক হরমোন)
SS, GHIH, বা SRIFপেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরো-এন্ড্রোক্রাইন কোষঅগ্র পিটুইটারি হতে গ্রোথ হরমোন কে নিঃসরণে বাঁধা দেয় ।
অগ্র পিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক হরমোন(TSH) কে নিঃসরণে বাঁধা দেয়
গোনাডোট্রপিন রিলিজিং হরমোন GnRH বা LHRHপ্রি-অপটিক এলাকা্র নিউরো-এন্ডোক্রাইন নিউরনঅগ্র পিটুইটারি হতে ফলিকল উদ্দীপক হরমোন(FSH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
অগ্র পিটুইটারি হতে লুটিনাইজিং হরমোন(LH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন CRH বা CRFহাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরনঅগ্র পিটুইটারি হতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন(ACTH) কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে।
অক্সিটোসিন OT বা OXTসুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর ম্যাগণোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরনজরায়ু সংকোচন
ল্যাকটেশন (দুগ্ধ নিঃসৃত হওয়া)
ভ্যাসোপ্রেসিন
(অ্যান্টিডাইইউরেটিক হরমোন)
ADH বা AVP বা VPসুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস এর পারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন , ম্যাগণোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরননেফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা(Distal Convoluted Tubule) এবংসংগ্রাহী ডাক্ট(Collecting Duct) এ পানির প্রবেশ্যতা(permeability) বাড়ায় , এভাবে পানির পুনর্শোষণ (reabsorption) বৃদ্ধি করে।

পিনিয়াল বডি (এপিফাইসিস)

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব ও কাজ
মেলাটোনিন পিনিয়ালোসাইটঅ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অবসাদস্বাভাবিক তাপমাত্রা কমিয়ে রাখার সাথে ভারসাম্যর ছন্দকে পর্যবেক্ষণে রাখে ।

অগ্র পিটুইটারি লোব (অ্যাডেনোহাইপোফাইসিস)

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
গ্রোথ হরমোন
(somatotropin)
GHসোমাটোট্রোপবৃদ্ধি এবং কোষ বিভাজন ত্বরান্বিত করে।
থাইরয়েড উদ্দীপক হরমোন(TSH)
(thyrotropin)
TSHথাইরোট্রোপথাইরয়েড গ্রন্থি থেকে ট্রাই-আয়োডোথাইরনিন (Tri-iodothyronine) এবং থাইরক্সিন সংশ্লেষণে উদ্দীপ্ত করে।
থাইরয়েড গ্রন্থি দ্বারা আয়োডিন শোষণে উদ্দীপ্ত করে ।
অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন
(corticotropin)
ACTHকর্টিকোট্রোপঅ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্ড্রোজেন সংশ্লেষণে উদ্দীপ্ত করে।
বিটা এনডোরফিন কর্টিকোট্রোপব্যথার অনুভূতি কমায়।
ফলিকল উদ্দীপক হরমোন FSHগোনাডোট্রোপনারী: ডিম্বাশয়ের ওভারিয়ান ফলিকল পরিপক্বতায় উদ্দীপ্ত করে
পুরুষ: সেমিনিফেরাস টিউবিউলের পরিপক্বতায় উদ্দীপ্ত করে।
পুরুষ: স্পার্মাটোজেনেসিসে উদ্দীপ্ত করে।
লুটিনাইজিং হরমোন LHগোনাডোট্রোপনারী: ওভুলেশনে উদ্দীপ্ত করে
নারী: কর্পাস লুটেয়াম গঠনে উদ্দীপ্ত করে ।< br>পুরুষ: লিডিগ কোষ থেকে টেস্টোস্টেরন সংশ্লেষণে উদ্দীপ্ত করে
প্রোল্যাক্টিন PRLল্যাক্‌টোট্রফস্তন গ্রন্থি(mammary glands) থেকে দুগ্ধ সংশ্লেষণে উদ্দীপ্ত করে।
রাগমোচনে (Orgasm) সহায়তা করে।
মেলানোসাইট উদ্দীপক হরমোন MSHঅগ্র পিটুইটারির পার্স ইন্টারমেডিয়া এর মেলানোট্রপমেলানিন সংশ্লেষণে উদ্দীপ্ত করে এবং তক/চুলের মেলানোসাইট থেকে নিঃসৃত হয়।

পশ্চাৎ পিটুইটারিলোব (নিউরোহাইপোফাইসিস

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
অক্সিটোসিন ম্যাগণোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরন জরায়ু সংকোচন
ল্যাকটেশন)
ভ্যাসোপ্রেসিন
(antidiuretic hormone)
ADH or AVPপারভোসেলুলার নিউরোসিক্রেটরি নিউরননেফ্রনের ডিস্টাল পেঁচানো নালিকা(Distal Convoluted Tubule) এবং সংগ্রাহী ডাক্ট(Collecting Duct) এ পানির প্রবেশ্যতা (permeability) বাড়ায় , এভাবে পানির পুনর্শোষণ (reabsorption) বৃদ্ধি করে।

অক্সিটোসিন এবং অ্যান্টি ডাইইউরেটিক হরমোন পশ্চাৎ লোবে ক্ষরিত হয় না, শুধুই জমা থাকে।

থাইরয়েড

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
ট্রাই-আয়োডোথাইরনিন ( Triiodothyronine) T3থাইরয়েড এপিথেলিয়াল কোষথাইরয়েড হরমোনের থেকেও বেশি প্রভাব বিস্তারকারী।
শরীরের অক্সিজেন ব্যয় করে, এভাবে শ্বসন হার (basal metabolic rate) বাড়ায়।
RNA পলিমারেজ I এবং II উদ্দীপ্ত করে,এভাবে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে।
থাইরক্সিন
(tetraiodothyronine)(Thyroxine)
T4থাইরয়েড এপিথেলিয়াল কোষ(থাইরয়েড হরমোনের কম সক্রিয় রূপ)
শরীরের অক্সিজেন ব্যয় করে, এভাবে শ্বসন হার (basal metabolic rate) বাড়ায়।
RNA পলিমারেজ I এবং II উদ্দীপ্ত করে,এভাবে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে।
ক্যালসিটোনিন (Calcitonin) প্যারাফলিকুলার কোষঅস্টিওব্লাস্ট (osteoblast) উদ্দীপ্ত করে ,এভাবে হাড়ের গঠন বৃদ্ধি করে।
হাড় থেকে Ca2+ মুক্ত হতে বাঁধা দেয়, এভাবে রক্তের Ca2+ পরিমাণ কমায়।

বৃক্ক

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
রেনিন (Primarily) জাক্সটাগ্লোমেরুলার কোষএনজিওটেনসিনোজেন কে এনজিওটেনসিন I এ রূপান্তরিত করে রেনিন এনজিওটেনসিন সিস্টেম কে কার্যকর করে।
ইরাইথ্রোপয়েটিন (EPO) (Erythropoietin) এক্সট্রাগ্লোমেরুলার মেসেঞ্জিয়াল কোষলোহিত রক্তকণিকা উৎপাদনে উদ্দীপ্ত করে।
ক্যালসিট্রায়ল (Calcitriol) ভিটামিন ডি

মানব পরিপাক তন্ত্র এবং বৃক্ক থেকে ক্যালসিয়ামফসফেট এর শোষণ বাড়ায়।

PTH এর ক্ষরণ কমায়।
থ্রম্বোপয়েটিন (Thrombopoietin) মেগাক্যারিওসাইটকে অণুচক্রিকা উৎপাদনে উদ্দীপ্ত করে।[2]

অ্যাড্রেনাল গ্রন্থি

অ্যাড্রেনাল কর্টেক্স

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
গ্লুকোকর্টিকয়েড (Glucocorticoid) (বিশেষ করে কর্টিসল) জোনা ফাসিকুলাটা এবংজোনা রেটিকুলারিসগ্লুকোনিওজেনেসিস বাড়ায়
অ্যাডিপোস টিস্যুর ফ্যাট ভাঙ্গে ।
প্রোটিন সংশ্লেষণ কমায়।
অ্যাডিপোস টিস্যু এবং মাংশপেশীতে গ্লুকোজ গ্রহণ কমায়।
ইম্যুনলজিক প্রতিক্রিয়া (Reflex) কমায়।
প্রদাহ (inflammation) কমায়।
মিনারেলোকর্টিকয়েড (বিশেষ করে অ্যালডোস্টেরন) জোনা গ্লোমেরুলোসাকিডনিতে সোডিয়ামের সক্রিয় পুনর্শোষণ করে।
কিডনিতে পানির পরোক্ষ পুনর্শোষণ করে , এভাবে রক্তের আয়তন (blood volume) এবং রক্তচাপ বাড়ায়।
কিডনির নেফ্রনে পটাশিয়াম এবং H+ ক্ষরণ বাড়ায় এবং নিষ্কাশন করে।
এন্ড্রোজেন ( ডিহাইড্রএন্ডোস্টেরন এবং টেস্টোস্টেরন সহ) জোনা ফাসিকুলাটা এবংজোনা রেটিকুলারিসপুরুষ: শুক্রাশয়ের এন্ড্রোজেনের তুলনায় কম প্রভাব বিস্তারকারী।
নারী: মাংশপেশীর গঠনমূলক প্রভাব।

অ্যাড্রেনাল মেডুলা

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
অ্যাড্রেনালিন (এপিনেফ্রিন) (Primarily) ক্রোমাফিন কোষতাৎক্ষণিক প্রতিক্রিয়া (Fight-or-flight response):
নর-অ্যাড্রেনালিন (নর-এপিনেফ্রিন) ক্রোমাফিন কোষতাৎক্ষণিক প্রতিক্রিয়া (Fight-or-flight response):
ডোপামিন ক্রোমাফিন কোষহৃৎস্পন্দন এবং রক্তচাপ বাঁড়ায়।
এনকেফালিন (Enkephalin) ক্রোমাফিন কোষ

পৌষ্টিক তন্ত্র

পাকস্থলী

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
গ্যাস্ট্রিন (Gastrin) জি কোষ (G cell)প্যারাইটাল কোষ থেকে গ্যাস্ট্রিক অম্ল ক্ষরণ করে।
ঘ্রেলিন (Ghrelin) পি কোষStimulate appetite,

অগ্র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন ক্ষরণ করে।

নিউরোপেপটাইড Y NPYখাদ্য গ্রহণ বাড়ায় এবং শারীরিক কাজ কমায়।
সোমাটোস্ট্যাটিন ডি কোষগ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন (CCK), সিক্রেটিন , মোটিলিন মুক্ত হওয়া কমায়।পাকস্থলী খালি হবার হার কমায়।

মসৃণ পেশী সংকোচন এবং অন্ত্রে রক্ত প্রবাহ কমায়।[3]

হিস্টামিন ইসিএল কোষ (ECL cell)গ্যাস্ট্রিক অম্ল ক্ষরণ করতে উদ্দীপ্ত করে।
এন্ডোথেলিন এক্স কোষ(X cell)পাকস্থলীর মসৃণ পেশী সংকোচন করে।[4]

ডুওডেনাম

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
সিক্রেটিন (Secretin) এস কোষ (S cell)যকৃৎ, অগ্ন্যাশয় এবং ডুওডেনামের ব্রুনার গ্রন্থি থেকে বাইকার্বোনেট ক্ষরণ করে।

কোলিসিস্টোকাইনিন এর কার্যকারিতা বাঁড়ায় গ্যাস্ট্রিক রস ( juice) এর উৎপাদন বন্ধ করে।

কোলিসিস্টোকাইনিন (Cholecystokinin) আই কোষ (I cell)অগ্ন্যাশয় থেকে পাচনকারী এনজাইমের নিঃসরণ বাড়ায়।
পিত্তাশয় (gallbladder) থেকে পিত্ত (bile) ক্ষরণ করে। 

ক্ষুধা রোধ করে।

যকৃৎ

ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
ইনসুলিনের ন্যায় গ্রোথ ফ্যাক্টর (Insulin-like growth factor) IGFহেপাটোসাইটইনসুলিনের ন্যায় প্রভাব কোষ বৃদ্ধি কে নিয়ন্ত্রণ করে।
এনজিওটেনসিনোজেন এবং এনজিওটেনসিন হেপাটোসাইটvasoconstriction

অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণ করে।

থ্রম্বোপয়েটিন THPOহেপাটোসাইটমেগাক্যারিওসাইটকে অণুচক্রিকা উৎপাদনে উদ্দীপ্ত করে[2]
হেপসিডিন হেপাটোসাইটআন্ত্রিক আয়রন শোষণ এবং ম্যাক্রফেজ থেকে আয়রন মুক্ত হতে বাঁধা দেয়।

অগ্ন্যাশয়

অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি যা একই সাথে এনজাইম এবং হরমোন ক্ষরণ করে।

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
ইনসুলিন β কোষরক্ত থেকে যকৃৎ এবং মাংসপেশিতে গ্লুকোজ গ্রহণ, গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোলাইসিস

লিপিড গ্রহণ এবং অ্যাডিপোসাইটে ট্রাইগ্লিসারাইড সংশ্লেষণ। অন্যান্য অ্যানাবলিক প্রভাব।

গ্লুকাগণ (Also Primarily) α কোষযকৃতে গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস

রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ানো।

সোমাটোস্ট্যাটিন δ কোষইনসুলিন ক্ষরণে বাঁধা দেয়।[5]

Inhibit release of glucagon[5]

অগ্ন্যাশয়ের এক্সোক্রাইন কাজকে বাঁধা দেয়।
অগ্ন্যাশয়িক পলিপেপটাইড (Pancreatic polypeptide) পিপি কোষ (PP কোষ)অগ্ন্যাশয়ের ক্ষরণের কার্যক্রম স্বয়ং নিয়ন্ত্রণ করে এবং হেপাটিক গ্লাকোজেনের মাত্রায় ভূমিকা রাখে।

প্রজনন

শুক্রাশয়

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
এন্ড্রোজেন (প্রধানত টেস্টোস্টেরন) লিডিগ কোষঅ্যানাবলিক: মাংসপেশি এবং শক্তি বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি।

যৌন অঙ্গ এর বৃদ্ধি, অন্ডথলি (Scrotum) তৈরি, কণ্ঠস্বর গাঢ়, দাড়ি এবং বগলের চুল বৃদ্ধি।

ইস্ট্রাডিওল সারটলি কোষজনন কোষের অ্যাপপটোসিস রোধ করে।[6]
ইনহিবিন সারটলি কোষFSH উৎপাদন রোধ করে।

ওভারিয়ান ফলিকল এবং কর্পাস লুটিয়াম

ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
প্রোজেস্টেরন গ্রানুলোসা কোষ, থিকা কোষগর্ভধারণ এ সাপোর্ট করে।:[7]
  • এন্ডোমেট্রিয়ামকে ক্ষরণকারী পর্যায় (Secretory stage) পরিণত করে।
  • সার্ভাইকাল মিউকাসকে পুরু করে শুক্রাণুর জন্য অভেদ্য করে।
  • ভ্রূণের দিকেঅনাক্রম্যতা কমায়।
  • জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কমায়[7]
  • ল্যাক্টেশন কমায়।
  • প্রসব জনিত ব্যথার সূচনা দমন করে।

অন্যান্য:

  • এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর Í বাড়ায়।[8]
  • পিত্তাশয়ের কাজ কমায়।[9]
  • কোলাজেন নিয়ন্ত্রণ করে নিরাময় করে।
  • মায়েলিন নিয়ন্ত্রণ করে স্নায়ুর কাজ নিয়ন্ত্রণ করে।
  • এন্ডোমেট্রিয়ামের ক্যান্সার প্রতিরোধ করে।
এন্ড্রোসটেনেডিওন থিকা কোষইস্ট্রজেনের সাবস্ট্রেট।
ইস্ট্রোজেন (প্রধানত ইস্ট্রাডিওল) গ্রানুলোসা কোষStructural:
  • নারীর সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশ করে।
  • উচ্চতা বাড়ায়।
  • বিপাক বাড়ায়। (চর্বি কমায়।)
  • পেশীর পরিমাণ কমায়।
  • এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি করে।
  • জরায়ু বৃদ্ধি করে।

প্রোটিন সংশ্লেষণ:

    রক্ততঞ্চন:

    • রক্ততঞ্চনকারী ফ্যাক্টর , , , ১০, অ্যান্টিথ্রম্বিন III, প্লাসমিনোজেন বাড়ায়।
    • অণুচক্রিকার সংশক্তি বাড়ায়।
    • HDL, ট্রাইগ্লিসারাইড বাড়ায়।
    • LDL কমায়।

    ফ্লুইড সমতা:

    • সোডিয়াম এবং পানির পুনর্শোষণ নিয়ন্ত্রণ করে।
    • গ্রোথ হরমোন বাড়ায়।
    • কর্টিসল বাড়ায়।

    পরিপাক তন্ত্র:

    • অন্ত্রের সক্রিয়তা কমায়।
    • পিত্তে কোলেস্টেরল বাড়ায়।

    মেলানিন:

    • ফিওমেলানিন বাড়ায়।

    ক্যান্সার:

    ফুসফুস:

    • অ্যালভিওলাই কে সাপোর্ট করে ফুসফুসের কাজে সাহায্য করে। .[11]
    ইনহিবিন গ্রানুলোসা কোষFSH কে দমিয়ে রাখে।

    অমরা ( যখন গর্ভধারণ হয়)

    ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
    প্রোজেস্টেরন (Primarily) গর্ভধারণ এ সাপোর্ট করে।:[7]
    • ভ্রূণের দিকেঅনাক্রম্যতা কমায়।
    • জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কমায়।[7]
    • ল্যাক্টেশন কমায়।
    • প্রসব জনিত ব্যথার সূচনা দমন করে।
    ইস্ট্রোজেন ওভারিয়ান ফলিকলের ইস্ট্রোজেনের মতই।
    হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন HCGসিনসাইটোট্রফোব্লাস্ট (Syncytiotrophoblast)গর্ভধারণের প্রারম্ভে কর্পাস লুটেয়ামকে বজায় রাখে।
    ভ্রূণের দিকেঅনাক্রম্যতা কমায়
    হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন HPLসিনসাইটোট্রফোব্লাস্ট (Syncytiotrophoblast)ইনসুলিন উৎপাদন বাড়ায়।

    ইনসুলিন প্রতিরোধ(insulin resistance) এবং শর্করা intolerance বাড়ায়।

    ইনহিবিন ফিটাল ট্রফোব্লাস্টFSH কে দমিয়ে রাখে।

    জরায়ু ( যখন গর্ভধারণ হয়)

    Secreted hormoneAbbreviationউৎপত্তি স্থানপ্রভাব
    প্রোল্যাক্টিন PRLডেসিডুয়াল কোষস্তন গ্রন্থি (Mammary Gland) তে দুধ উৎপন্ন করে।
    রিলাক্সিন ডেসিডুয়াল কোষস্পষ্ট নয়।

    ক্যালসিয়াম নিয়ন্ত্রণ

    প্যারাথাইরয়েড

    ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
    প্যারাথাইরয়েড হরমোন PTHপ্যারাথাইরইয়েড চীফ কোষক্যালশিয়াম:
    • হাড় থেকে Ca2+ মুক্ত করে, ফলে রক্তের Ca2+ পরিমাণ বাড়ে
    • অস্টিওক্লাস্ট (osteoclast) উদ্দীপ্ত করে,ফলে হাড় ক্ষয় হয়।
    • বৃক্কে Ca2+ পুনর্শোষণ বাড়ায়।
    • বৃক্কে সক্রিয় ভিটামিন ডি উৎপাদন বাড়ায়।


    ফসফেট:

    • হাড় থেকেPO3-4 মুক্ত করে, ফলে রক্তের PO3-4 পরিমাণ বাড়ে।
    • বৃক্কে PO3-4 পুনর্শোষণ কমায়, ফলে PO3-4 নিষ্কাশিত হয়।
    • সব মিলিয়ে,রক্তরসে PO3-4 সামান্য কমে।

    ত্বক

    ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
    ক্যালসিডিওল (২৫-হাইড্রক্সিভিটামিন ডি) [[ভিটামিন ডি<sub>৩</sub>]] এর সুপ্ত রূপ

    লক্ষ্যস্থল

    হৃৎপিণ্ড

    ক্ষরিত হরমোনসংক্ষিপ্ত রূপউৎপত্তি স্থানপ্রভাব
    এট্রিয়াল ন্যাট্রিইউরেটারিক পেপটাইড (Atrial-natriuretic peptide) ANPকার্ডিয়াক মায়োসাইট

    সিস্টেমিক ভাসকুলার রেসিস্ট্যান্স কমিয়ে রক্তচাপ কমায়।

    ব্রেইন ন্যাট্রিইউরেটারিক পেপটাইড (Brain natriuretic peptide) BNPকার্ডিয়াক মায়োসাইট(ANP এর তুলনায় কম ) সিস্টেমিক ভাসকুলার রেসিস্ট্যান্স কমিয়ে রক্তচাপ কমায়।

    অস্থি মজ্জা

    ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
    থ্রম্বোপয়েটিন যকৃৎ এবং কিডনি কোষঅণুচক্রিকা তৈরি করতে মেগাক্যারিওসাইট কে উদ্দীপ্ত করে। [2]

    ঐচ্ছিক পেশি

    ১৯৯৮ সালে এটি অন্তঃক্ষরা অঙ্গ হিসেবে চিহ্নিত হয়। skeletal muscle .

    অ্যাডিপোস টিস্যু

    ক্ষরিত হরমোনউৎপত্তি স্থানপ্রভাব
    লেপটিন (Primarily) অ্যাডিপোসাইটjjsjjক্ষুধা কমায় এবং বিপাক বাড়ায়।
    ইস্ট্রোজেন[12] ( বিশেষ করে ইস্ট্রোন) অ্যাডিপোসাইট

    তথ্যসূত্র

    1. Marieb, Elaine (২০১৪)। Anatomy & physiology। Glenview, IL: Pearson Education, Inc। আইএসবিএন 978-0321861580।
    2. Kaushansky K (মে ২০০৬)। "Lineage-specific hematopoietic growth factors"। N Engl J Med.354 (19): 2034–45। doi:10.1056/NEJMra052706। PMID 16687716
    3. Colorado State University – Biomedical Hypertextbooks – Somatostatin
    4. Endo K, Matsumoto T, Kobayashi T, Kasuya Y, Kamata K (২০০৫)। "Diabetes-related changes in contractile responses of stomach fundus to endothelin-1 in streptozotocin-induced diabetic rats"J Smooth Muscle Res41 (1): 35–47। doi:10.1540/jsmr.41.35। PMID 15855738
    5. টেমপ্লেট:Georgia physiology
    6. Pentikäinen V, Erkkilä K, Suomalainen L, Parvinen M, Dunkel L (২০০০)। "Estradiol acts as a germinal cell survival factor in the human testis in vitro"। J Clin Endocrinol Metab.85 (5): 2057–67। doi:10.1210/jc.85.5.2057। PMID 10843196
    7. Bowen, R. (August 6, 2000) Placental Hormones. Colorado State University
    8. Physiology at MCG 5/5ch9/s5ch9_13
    9. Hould F, Fried G, Fazekas A, Tremblay S, Mersereau W (১৯৮৮)। "Progesterone receptors regulate gallbladder motility"। J Surg Res45 (6): 505–12। doi:10.1016/0022-4804(88)90137-0। PMID 3184927
    10. Hormonal Therapy
    11. Massaro D, Massaro GD (২০০৪)। "Estrogen regulates pulmonary alveolar formation, loss, and regeneration in mice"। American Journal of Physiology. Lung Cellular and Molecular Physiology287 (6): L1154–9। doi:10.1152/ajplung.00228.2004। PMID 15298854
    12. Frühbeck G (জুলাই ২০০৪)। jssjlkhghsh/nlm?genre=article&issn=1568-0169&volume=2&issue=3&spage=197&aulast=Frühbeck "The adipose tissue as a source of vasoactive factors" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)Curr Med Chem Cardiovasc Hematol Agents2 (3): 197–208। doi:10.2174/1568016043356255। PMID 15320786
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.