পশ্চাৎ পিটুইটারি

পশ্চাৎ পিটুইটারি (ইংরেজি: Posterior pituitary বা neurohypophysis) বলতে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ডকে বোঝায়। এটি অন্তঃক্ষরা তন্ত্রের একটি অংশ। পিটুইটারি গ্রন্থির অংশ হলেও এটি কোন ক্ষরণশীল গ্রন্থি নয়। বরং হাইপোথ্যালামাস থেকে অ্যাক্সনসমূহের একটি গুচ্ছ সম্মুখ পিটুটারি গ্রন্থির পেছনে এসে শেষ হয়ে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি গঠন করেছে।

পশ্চাৎ পিটুইটারি
চিত্র:Pituitary gland.PNG
Pituitary gland. Posterior pituitary is in blue. Pars nervosa and infundibular stalk are not labeled, but pars nervosa is at bottom and infundibular stalk is at top.)
Median sagittal through the hypophysis of an adult monkey. (Posterior lobe labeled at bottom right.)
বিস্তারিত
অগ্রদূতNeural tube (downward-growth of the diencephalon)[1]
ধমনীinferior hypophyseal artery
শিরাhypophyseal vein
শনাক্তকারী
লাতিনglandula pituitaria, pars nervosa
MeSHA06.407.747.734
নিউরো লেক্স আইডিNeurohypophosis
দোরল্যান্ড
/এলসভিয়ার
Posterior pituitary hormones
টিএA11.1.00.006
এফএমএFMA:74636
শারীরস্থান পরিভাষা

পশ্চাৎ পিটুইটারিকে তিনটি অঞ্চলে ভাগ করা যায়: পার্স নার্ভোসা, ইনফান্ডিবুলার স্টক এবং মেডিয়ান এমিনেন্স।

তথ্যসূত্র

  1. Embryology at unc.edu
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.