তরুণাস্থি
তরুণাস্থি (ইংরেজি: Cartilage) এক ধরনের যোজক কলা। এটি অস্থির মতো শক্ত নয়। তরুণাস্থিতে রক্তনালী থাকে না। এর কোষগুলোতে ব্যাপনের মাধ্যমে বিভিন্ন উপাদান সরবরাহ করা হয়। তাই তরুণাস্থির বৃদ্ধি ও মেরামত ধীর গতিতে হয়। তরুণাস্থিতে স্নায়ুকোষও নেই। এটি ক্ষতিগ্রস্থ হলেও ব্যাথা অনুভূত হয় না। তবে তরুণাস্থি ভেঙ্গে গিয়ে যদি টেনডন ও মাংসপেশী ক্ষতিগ্রস্থ হয় তাহলে ব্যাথা অনুভূত হবে।
গঠন
কনড্রিন (ইংরেজি: chondrin তরুণাস্থির ম্যাট্রিক্স) এ কোলাজেন ও ইলাস্টিন প্রোটিন নির্মিত বিভিন্ন তন্তু এবং কনড্রোসাইট (ইংরেজি: chodrocytes তরুণাস্থির কোষ) থাকে। কনড্রোসাইটের গুচ্ছকে ল্যাকুনা (ইংরেজি: lacuna) বলে। তরুণাস্থির আবরণকে পেরিকন্ড্রিয়াম (ইংরেজি: perichondium) বলে।[1]
কাজ
তরুণাস্থি বিভিন্ন অঙ্গের চাপ ও টান প্রতিরোধ করে। অস্থিসন্ধিতে তরুণাস্থি অস্থির প্রান্তভাগকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে।[1]
প্রকার
ম্যাট্রিক্সের গঠন-প্রকৃতি অনুযায়ী তরুণাস্থি চার ধরনের।[1]
- হায়ালিন তরুণাস্থি
- পীত তন্তুময় তরুণাস্থি
- শ্বেত তন্তুময় তরুণাস্থি
- ক্যালসিফায়েড বা চূনময় তরুণাস্থি
তথ্যসূত্র
- ড. মোঃ আবদুল আলীম (২০১৭)। জীববিজ্ঞান ২য় পত্র। মুবীন পাবলিকেশনস।
বহিঃসংযোগ
পেশী-কঙ্কাল তন্ত্র |
| ||||||
---|---|---|---|---|---|---|---|
সংবহন তন্ত্র |
| ||||||
স্নায়ু তন্ত্র |
| ||||||
আচ্ছাদন তন্ত্র |
| ||||||
শ্বসন তন্ত্র | |||||||
পরিপাক তন্ত্র |
| ||||||
রেচন তন্ত্র |
| ||||||
জনন তন্ত্র |
| ||||||
অন্তঃক্ষরা তন্ত্র |
|