সুষুম্নাকাণ্ড
সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু (ইংরেজি: Spinal cord) একটি দীর্ঘ, সরু, নলাকার স্নায়ুগুচ্ছ। এটি মস্তিষ্কে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি সম্প্রসারণ এবং মেরুদণ্ডের ভেতরে অবস্থিত ও সুরক্ষিত। সুষুম্নাকাণ্ডের মূল কাজ মস্তিষ্ক ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে স্নায়বিক ইনপুটের সঞ্চারণ করা।
সুষুম্নাকাণ্ড | |
---|---|
![]() সুষুম্নাকাণ্ড(লাল) মস্তিষ্ককে দেহের অন্যান্য স্নায়ুর সাথে সংযোগ করে | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | medulla spinalis |
টিএ | A14.1.02.001 |
এফএমএ | FMA:7647 |
শারীরস্থান পরিভাষা |
গঠন

মানুষের সুষুম্নাকাণ্ড মেডুলা অবলংগাটা থেকে শুরু হয়ে প্রথম বা দ্বিতীয় লাম্বার কশেরুকার কোনাস মেডুলারিসের ভেতর দিয়ে গিয়ে ফিলাম টার্মিনাল নামের একটি তন্তুময় প্রান্তে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য পুরুষদের ক্ষেত্রে ৪৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ৪২ সেমি। এর প্রস্থচ্ছেদ ডিম্বাকৃতির এবং সার্ভিকাল ও লাম্বার অঞ্চলে স্ফীত। প্রস্থচ্ছেদে কাণ্ডের পরিসীমায় সাদা পদার্থে সংবেদী ও মোটর নিউরন আছে। ভেতরের প্রজাপতি আকৃতির ধূসর অঞ্চল মূলত নিউরন কোষদেহ নিয়ে গঠিত। এই কেন্দ্রীয় অঞ্চলের কেন্দ্রস্থলে রয়েছে কেন্দ্রীয় ফাঁকা স্থান, যা মস্তিষ্ক-সুষুম্না তরলে পূর্ণ। তিনটি পর্দা বা মেনিনজেস সুষুম্নাকাণ্ডকে আবৃত করেছে। বহিঃস্থ ডিউরা মোটার, অ্যারাকনয়েড মেটার, এবং সবচেয়ে ভেতরের পাইয়া মেটার।
সুষুম্নাকাণ্ডের খন্ড অংশ
![]() | |
সুষুম্নাকাণ্ডের বিভিন্ন খন্ডের লেভেল এবং চেষ্টীয় (Motor) কাজ | |
---|---|
লেভেল | চেষ্টীয় (Motor) কাজ |
C1-C6 | ঘাড় সংকোচন |
C1-T1 | ঘাড় প্রসারণ |
C3, C4, C5 | ডায়াফ্রামকে স্নায়ু সংযোগ দেওয়া(বেশিরভাগ C4) |
C5, C6 | কাঁধ সঞ্চালন, বাহু উত্তোলন (ডেলটয়েড); কনুই সংকোচন(বাইসেপ্স); C6 বাহুকে বহিঃস্থ ঘূর্ণন করে |
C6, C7 | কনুই এবং কব্জি প্রসারণ |
C7, T1 | কব্জি সংকোচন |
C7, T1 | হাতের কিছু পেশীকে স্নায়ু সংযোগ দেওয়া |
T1 -T6 | ইন্টারকোস্টাল পেশী |
T7-L1 | উদর পেশী |
L1, L2, L3, L4 | ঊরু ফ্লেক্সন বা সংকোচন |
L2, L3, L4 | ঊরু অ্যাডাকশন |
L4, L5, S1 | ঊরু অ্যাবডাকশন |
L5, S1,, S2 | নিতম্বে পায়ের এক্সটেনশন বা প্রসারণ |
L2, L3, L4 | হাঁটুতে পায়ের এক্সটেনশন বা প্রসারণ |
L4, L5, S1, S2 | হাঁটুতে পায়েরফ্লেক্সন (হ্যামস্ট্রিং) বা সংকোচন |
L4, L5, S1 | পায়ের পাতার ডর্সিফ্লেক্সন |
L4, L5, S1 | পায়ের আঙ্গুলের এক্সটেনশন বা প্রসারণ |
L5, S1, S2 | পায়ের পাতারফ্লেক্সন বা সংকোচন |
L5, S1, S2 | পায়ের আঙ্গুলের ফ্লেক্সন বা সংকোচন |
==কাজ==প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে।দেহের বিভিন্ন অংশের সাথে মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে