হ্যামস্ট্রিং

হ্যামস্ট্রিং বলতে ঊরুর পিছনের তিনটি পেশী (সেমিটেন্ডিনোসাস,সেমিমেমব্রেনোনাস,বাইসেপ্স ফিমোরিস) দ্বারা সংকুচিত ৬টি তন্তু কে বোঝায়।এই পেশীগুলো হাঁটু সংকোচন এবং নিতম্ব প্রসারণ করে।

হ্যামস্ট্রিং
বাম নিম্নাংশের পিছনের অংশ।
Gray'sপৃষ্ঠা.৪৭৮
উত্পত্তিইশ্চিয়ামের টিউবারোসিটি,লিনিয়া অ্যাস্পেরা
সন্নিবেশটিবিয়া, ফিবুলা
ধমনীইনফেরিয়র গ্লুটিয়াল ধমনী, প্রোফান্ডা ফিমোরিস ধমনী
স্নায়ুসায়াটিক স্নায়ু [1][2]
AntagonistRectus femoris muscle
Anatomical terms of muscle

গঠন

ঊরুর পিছনের তিনটি পেশী (সেমিটেন্ডিনোসাস,সেমিমেমব্রেনোনা্‌স,বাইসেপ্স ফিমোরিস(লম্বা ও খাটো শীর্ষ)) হাঁটু ভাজ করে,যেখানে বাইসেপ্স ফিমোরিসের খাটো শীর্ষ ছাড়া বাকিগুলি নিতম্ব প্রসারণ করে।তিনটি 'প্রকৃত' হ্যামস্ট্রিং নিতম্ব সন্ধি এবং হাঁটু উভয়কেই অতিক্রম করে ,যেখানে বাইসেপ্স ফিমোরিসের খাটো শীর্ষ শুধু হাঁটুকে অতিক্রম করে।এজন্যে একে মাঝে মাঝে হ্যামস্ট্রিং এর অন্তর্বর্তী ধরা হয় না।[3]

পেশীউৎপত্তিসন্নিবেশস্নায়ু
সেমিটেন্ডিনোসাসইশ্চিয়ামের টিউবারোসিটিটিবিয়ার মধ্যবর্তী পৃষ্ঠটিবিয়াল
সেমিমেমব্রেনোনাসইশ্চিয়ামের টিউবারোসিটিটিবিয়ার মধ্যবর্তী কন্ডাইলটিবিয়াল
বাইসেপ্স ফিমোরিস - লম্বা শীর্ষইশ্চিয়ামের টিউবারোসিটিফিবুলার মাথার পার্শ্ববর্তী অংশটিবিয়াল
বাইসেপ্স ফিমোরিস - খাটো শীর্ষলিনিয়া অ্যাস্পেরাফিবুলার মাথার পার্শ্ববর্তী অংশসাধারণ পেরোনিয়াল

অ্যাডাক্টর ম্যাগনাস এর কিছু অংশ হ্যামস্ট্রিং এর অন্তর্বর্তী ধরা হয়।

কাজ

হ্যামস্ট্রিং হাঁটু এবং নিতম্বের উপর কাজ করে।

সেমিটেন্ডিনোসাস এবং সেমিমেমব্রেনোনাস হাঁটু সংকোচন, নিতম্ব সন্ধির প্রসারণ, হাঁটুতে পায়ের মধ্যবর্তী ঘূর্ণন করে।

হাঁটা শুরুর সময় নিতম্ব সন্ধির প্রসারণ (লম্বা শীর্ষ) এবং হাঁটু সংকোচন, পার্শ্ববর্তী ঘূর্ণন (যখন হাঁটু সঙ্কুচিত থাকে) ,উভয়ই বাইসেপ্স ফিমোরিস করে।

হ্যামস্ট্রিং পেশী হাঁটা,দৌড়া,লাফ দেয়ার মত দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ করে।

ক্লিনিক্যাল গুরুত্ব

অ্যাথলেটরা প্রায়ই হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়ে থাকে।

MRI এ ইশ্চিয়াল টিউবারোসিটিতে হ্যামস্ট্রিং পেশীর ইনজুরি পর্যবেক্ষণ(coronal STIR)

ইমেজিং

হ্যামস্ট্রিং পেশীর ইমেজিং বা চিত্রায়ন আল্ট্রাসাউন্ড কিংবা MRI দ্বারা করা হয়।[4] বাইসেপ্স ফিমোরিস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।এরপর সেমিটেন্ডিনোসাস।সেমিমেমব্রেনাস খুব অল্পই ইনজুরির কবলে পড়ে।যাদের হ্যামস্ট্রিং পেশীর চোট দৈর্ঘ্যে ৬০ মিমি এর বেশি,তাদের পুনরায় হ্যামস্ট্রিং ইনজুরি হবার সম্ভাবনা আছে।[5]

সার্জারি

সেমিটেন্ডিনোসাস এর পেশীতন্তু সম্মুখ ক্রুসেট লিগামেন্ট কে স্থানান্তর করে ,যা হাঁটুর চারটি গুরুত্বপূর্ণ লিগামেন্টের একটি।

ইতিহাস

ব্যুৎপত্তি

হ্যামস্ট্রিং শব্দের হ্যাম মূলত হাঁটুর পিছনের চর্বি এবং পেশীকে এবং স্ট্রিং মূলত পেশিতন্তু বোঝায়। এইভাবে, হ্যামস্ট্রিং বলতে পেশিতন্তু হাঁটুর পিছন যেকোন দিকে অনুভূত হওয়াকে বোঝায়।[6]

তথ্যসূত্র

  1. University of Glasgow :: Biomedical & Life Sciences :: Biomedical & Life Sciences
  2. "Biceps Femoris - Short Head — Musculoskeletal Radiology — UW Radiology"। Rad.washington.edu। সংগ্রহের তারিখ ২০১২-১১-০২
  3. postthigh at The Anatomy Lesson by Wesley Norman (Georgetown University)
  4. Koulouris G, Connell D. (২০০৩)। "Evaluation of the hamstring muscle complex following acute injury"।  Skeletal Radiol.32 (10): 582–9। doi:10.1007/s00256-003-0674-5। PMID 12942206
  5. Koulouris G, Connell DA, Brukner P, Schneider-Kolsky M. (২০০৭)। "Magnetic resonance imaging parameters for assessing risk of recurrent hamstring injuries in elite athletes."।  Am J Sports Med.35 (9): 1500–6। doi:10.1177/0363546507301258। PMID 17426283
  6. "Online Etymology Dictionary"। Etymonline.com। সংগ্রহের তারিখ ২০১২-১১-০২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.