লিম্বিক তন্ত্র

লিম্বিক তন্ত্র (ইংরেজি: limbic system) যা পেলিওম্যামালিয়ান কর্টেক্স (ইংরেজি: paleomammalian cortex) নামেও পরিচিত হচ্ছে মস্তিষ্কের একটি অংশ যা থ্যালামাসের উভয় পাশে অবস্থিত। এটির অবস্থান গুরুমস্তিষ্কের আওতাভুক্ত ও মূলত মধ্যমস্তিষ্কে, মধ্য টেম্পোরাল লোবের ঠিক নিচে।[1][1]

লিম্বিক তন্ত্র
মানব মস্তিষ্কের প্রস্থচ্ছেদ যেখানে নিচ থেকে লিম্বিক তন্ত্রের বিভিন্ন অংশ দৃশ্যমান
লিম্বিক তন্ত্র অনেকাংশে পূর্বে ‘লিম্বিক লোব’ নামে পরিচিত কাঠামোর বিভিন্ন অংশ নিয়ে গঠিত
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনSystema limbicum
এফএমএFMA:242000
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

আবেগ, আচরণ, অনুপ্রেরণা, দীর্ঘ-মেয়াদী স্মৃতি, ও ঘ্রাণসহ বিভিন্ন প্রকার কার্যক্রম সম্পাদনায় লিম্বিক তন্ত্রের ভূমিকা রয়েছে।[2] মানুষের আবেগতাড়িত ভূমিকা কেমন হবে তার একটি বড়ো অংশ নির্ধারিত হয় লিম্বিক তন্ত্রের কার্যক্রমের মাধ্যমে। এছাড়াও স্মৃতি গঠনেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার রাখে।

এমিগড্যালয়েড নিউক্লিয়ার কমপ্লেক্স বা এমিগডালা, ম্যামিলারি বডি, স্ট্রিয়া মেডুলারি, এবং গাডেনের কেন্দ্রীয় ধূসর, পৃষ্ঠীয় ও প্রকোষ্ঠীয় নিউক্লাই নিয়ে লিম্বিক তন্ত্রের গঠন আদিকালি কাঠামো গঠিত হয়েছে।[3] লিম্বিক তন্ত্র মূলত সংজ্ঞাবহ স্নায়ুতন্ত্র থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে নিম্ন ধারার আবেগীয় অনুভূতি প্রক্রিয়াকরণের কাজ করে। প্রক্রিয়া শেষে এই তথ্যাদি প্রায় ক্ষেত্রেই বিভিন্ন মস্তিষ্কের বিভিন্ন অংশে সরবরাহ করা হয়। এই অংশগুলোর মধ্যে টেলিএনসেফ্যালন থেকে ডাইএনসেফ্যালন হয়ে মেসএনসেফ্যালন পর্যন্ত অন্তর্ভুক্ত। যার মধ্যে প্রিফ্রন্টাল কর্টেক্স, সিঙ্গুলেট জাইরাস, লিম্বিক থ্যালামাস, হিপোক্যাম্পাস (প্যারাহিপোক্যাম্পাল জাইরাসসাবিকালাম), নিউক্লিয়াস এক্কামবেনস বা লিম্বিক স্ট্রিয়াটাম, হাইপোথ্যালামাসের অগ্রভাগ, প্রকোষ্ঠীয় টেগমেন্টাল অংশ, মধ্যমস্তিষ্কের রাফি নিউক্লাই, হাবেনুলার কমিসার, এন্টোরাইনাল কর্টেক্স, এবং অলফ্যাক্টরি বাল্বঅন্তর্ভুক্ত।[4]

তথ্যসূত্র

  1. Schacter, Daniel L. 2012. Psychology.sec. 3.20
  2. Medline Plus Medical Encyclopedia
  3. Morgane, PJ (ফেব্রু ২০০৫)। "A review of systems and networks of the limbic forebrain/limbic midbrain"। Progress in Neurobiology75 (2): 143–60। doi:10.1016/j.pneurobio.2005.01.001। PMID 15784304
  4. Catani, M; Dell'Acqua, F (২০১৩)। "A revised limbic system model for memory, emotion and behaviour": 1724–37। doi:10.1016/j.neubiorev.2013.07.001। PMID 23850593

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.