স্তন্যপায়ী

স্তন্যপায়ী প্রাণী (ইংরেজি: Mammal) বলতে সাধারণত মাতৃপ্রাণীর স্তন্যদুগ্ধ পান করে জীবনধারণকারী প্রাণীসমূহকে বোঝানো হয়। এরা কর্ডাটা পর্বের অন্তর্গত ম্যামালিয়া শ্রেণীর অধীনে উন্নত গঠনের মেরুদণ্ডী প্রাণী। ১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস স্তন্যপায়ী বলতে ম্যামাল শব্দটি প্রথম ব্যবহার করেন।

স্তন্যপায়ী
সময়গত পরিসীমা: Late Triassic – Recent, ২২.০–০কোটি
কা
পা
ক্রি
প্যা
বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
উপপর্ব: Vertebrata
শ্রেণী: স্তন্যপায়ী
লিনীয়াস, ১৭৫৮
  • ক্লেড Australosphenida
    • বর্গ Ausktribosphenida
    • বর্গ Monotremata
  • বর্গ Eutriconodonta
  • বর্গ Gobiconodonta
  • বর্গ Multituberculata
  • ক্লেড Trechnotheria
    • উপশ্রেণী Theria
      • অধঃশ্রেণী Marsupialia
      • Infraclass Placentalia

বৈশিষ্ট্য

শব্দটি গ্রিক শব্দ ম্যামি থেকে উদ্ভূত যার অর্থ স্তনগ্রন্থি। সকল স্ত্রী স্তন্যপায়ীর স্তনগ্রন্থি থাকে এবং এরা এর মাধ্যমে সন্তানদের দুধ সরবরাহ করে। এদের দেহ কমবেশি লোম বা চুলে আবৃত থাকে। মেরুদণ্ডী ও উষ্ণরক্তের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ীদের সংখ্যা সবচেয়ে বেশী। কয়েকটি স্তন্যপায়ী প্রানী হল হাতি, নীল তিমি, বানর প্রভৃতি। বাদুড় একমাত্র স্তন্যপায়ী প্রানী যাদের পাখা আছে এবং এরা উড়তে সক্ষম। এরা নিশাচর প্রানী এবং অন্ধকারে প্রতিধ্বনি ব্যবহার করে পথ চলতে পারে। স্তন্য পায়ি প্রানিদের মধ্যে সবচাইতে বড় নীল তিমি। আর এরা ২০০ বছর পর্যন্ত বাচতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য হলোঃ

  1. দেহ লোমে আবৃত।
  2. স্তন্যপায়ী প্রাণিরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে। যেমন: প্লাটিপাস
  3. উষ্ণ রক্তের প্রাণি।
  4. চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে।
  5. শিশুরা মাতৃদুগ্ধ পান করে।
  6. হৃদপিন্ড চার প্রকোষ্ট বিশিষ্ট।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.