জরায়ুমুখ

সারভিক্স (ইংরেজি: Cervix), যা জরায়ুর গ্রীবা বা Neck of the Uterus নামেও পরিচিত। এটি জরায়ুর নিচের দিকের একটি চিকণ অংশ, যা যোনির উপরের শেষপ্রান্তের সাথে সংযুক্ত। এটি অনেকটা সিলিন্ডাকৃতি ও কণিকাকৃতি এবং যোনি দেওয়ালের উপরের অংশে অবস্থিত। পর্যাপ্ত চিকিৎসীয় সরঞ্জাম দ্বারা এর প্রায় অর্ধেক দৃষ্টিগোচরীভুত হয়। বাকিটা অংশ যোনি পেরিয়ে উপরের অংশ, যা সাধারণত “সারভিক্স ইউটেরি” নামে পরিচিত। ল্যাটিন ভাষায় সারভিক্স অর্থ গ্রীবা

সারভিক্স
স্ত্রী অঙ্গসংস্থানের স্কিমেটিক সম্মুখ দৃশ্য
বিস্তারিত
অগ্রদূতমুলারিয়ান ডাক্ট
ধমনীভ্যাজাইনাল ধমনী, উইটেরাইন ধমনী
শনাক্তকারী
লাতিনcervix uteri
MeSHA05.360.319.679.256
দোরল্যান্ড
/এলসভিয়ার
cervix uteri
টিএA09.1.03.010
এফএমএFMA:17740
শারীরস্থান পরিভাষা

অঙ্গসংস্থান

এক্টোসারভিক্স

বাচ্চা জন্মদান

যখন জরায়ুতে বাচ্চা জন্ম নেয়

সহায়ক চিত্র

তথ্যসূত্র

    বর্হিসূত্র

    • My Beautiful Cervix - রজঃচক্রের পর্বসমূহের চিত্রবিশিষ্ট একটি ওয়েবসাইট


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.