জয়নগর ২
জয়নগর ২ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর মহকুমার অন্তর্গত একটি সমষ্টি উন্নয়ন ব্লক।
জয়নগর ২ | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
![]() ![]() জয়নগর ২ ![]() ![]() জয়নগর ২ | |
স্থানাঙ্ক: ২২.১৭৭২° উত্তর ৮৮.৪২৫৮° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ ২৪ পরগণা |
মহকুমা | বারুইপুর |
আয়তন | |
• মোট | ১৮৬.২৫ কিমি২ (৭১.৯১ বর্গমাইল) |
উচ্চতা | ৮ মিটার (২৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৫২,১৬৪ |
• জনঘনত্ব | ১৪০০/কিমি২ (৩৫০০/বর্গমাইল) |
ভাষা | |
• অফিসিয়াল | বাংলা, হিন্দি, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৪৩৩৩৭ |
টেলিফোন কোড | +৯১ ৩২১৮ ২২০/২২১/২২২ |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি-০১ থেকে ডব্লিউবি-১০, ডব্লিউবি-১৯ থেকে ডব্লিউবি-২২, ডব্লিউবি-৯৫ থেকে ডব্লিউবি-৯৯ |
লোকসভা নির্বাচনক্ষেত্র | জয়নগর (তফঃ) |
বিধানসভা নির্বাচনক্ষেত্র | জয়নগর (তফঃ) |
ওয়েবসাইট | www |
ভূগোল
অবস্থান
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকটি ২২°১০′৩৮″ উত্তর ৮৮°২৫′৩৩″ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এটির গড় উচ্চতা হল ৮ মিটার (২৬ ফু)।
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকটির উত্তর দিকে আছে জয়নগর ১ সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্ব দিকে আছে কুলতলি সমষ্টি উন্নয়ন ব্লক, দক্ষিণ দিকে আছে মথুরাপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক ও পশ্চিম দিকে আছে মথুরাপুর ১ সমষ্টি উন্নয়ন ব্লক ও মন্দিরবাজার সমষ্টি উন্নয়ন ব্লক।
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকটি জেলা সদর আলিপুর থেকে ৩৮ কিলোমিটার (২৪ মা) দক্ষিণে অবস্থিত।
অঞ্চল ও প্রশাসন
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের মোট এলাকার আয়তন হল ১৮৬.২৫ বর্গকিলোমিটার (৭১.৯১ মা২)। এই সমষ্টি উন্নয়ন ব্লকটি জয়নগর থানার আওতাধীন। জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকে ১০ টি গ্রাম পঞ্চায়েত ও ৪৯ টি অধ্যুষিত গ্রাম আছে। এই সমষ্টি উন্নয়ন ব্লকটির সদর হল নিমপীঠ।[1]
গ্রাম পঞ্চায়েত
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলি হল: বাইসহাটা, বেলেদুর্গানগর, চুপরিঝারা, ফুটিগোদা, গোরদোয়ানি, মনিরহাট, মায়াহাউরি, ময়দা, নলগোরা ও সাহাজাদাপুর।[2]
জনমিতি
জনসংখ্যা
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের জনসংখ্যা হল ২৫২,১৬৪ জন। এর মধ্যে পুরুষ ১২৮,৮৫৮ (৫১%) জন, এবং মহিলা ১২৩,৩০৬ (৪৯%) জন। এদের মধ্যে ৬ বছর বয়সের নিচে জনসংখ্যা হল ৩৮,৮৭২ জন।[3]
আদমশুমারি শহর ও বড় গ্রাম
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের আদমশুমারি শহরগুলি হল: নিমপীঠ (৮,০১৪) ও তুলশীঘাটা (৪,৩৬৬)।[3]
জয়নগর ২ সমষ্টি উন্নয়ন ব্লকের বড় গ্রামগুলি হল: কালীনগর (৬,৬০০), বিজয়নগর (৬,২৭৪), খাইয়ামারা (১০,৮০৪), মায়াহাউরি (১৯,৬০৪), গোরদোয়ানি (২০,৯৮৪), মল্লার চক (৪,৯২৮), জৌতিয়া (৫,৭৪৯), বাইসহাটা (৬,২৪৫), পাত পুকুর (৫,২৯০), পূর্ব রঘুনাথপুর (৪,৫৭৫), বেলেদুর্গানগর (৬,১০৬), রুপনগর (৮,৫৬১), তারানগর (৪,৩৪০), কারিবারিয়া (৪,৯৭১), মনিরতলা (১৭,৭১১), রাধাবল্লভপুর (১৪,৮৮৪), নলগোরা (১০,৩৭৩), সোনাটিকরি (১৫,৫৩৬), ভুবনখালি (৬,৯৪৯) ও চুপরিঝারা (১১,৭৩৮)।[3]
তথ্যসূত্র
- "District Statistical Handbook – 2009 – South 24 Parganas" (PDF)। South 24 Parganas at a glance, Tables 2.1, 2.2, 2.4 (b), 4.5। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬।
- "Blocks and Gram Panchayats in South 24 Parganas"। South 24 Parganas District Administration। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৬।
- "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৬।