গুণবতী ইউনিয়ন
গুণবতী
গুণবতী | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() গুণবতী ইউনিয়ন পরিষদ ভবন | |
![]() ![]() গুণবতী | |
স্থানাঙ্ক: ২৩°৫.৫′ উত্তর ৯১°১৮.৫′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | চৌদ্দগ্রাম উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২০.৪০ কিমি২ (৭.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৬,৭৯০ |
• জনঘনত্ব | ১৮০০/কিমি২ (৪৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮৩ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
গুণবতী ইউনিয়নের আয়তন ২০.৪০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
গুণবতী ইউনিয়নের জনসংখ্যা ৩৬,৭৯০ জন।
অবস্থান ও সীমানা
চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাংশে গুণবতী ইউনিয়নের অবস্থান। কুমিল্লা জেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে জগন্নাথদীঘি ইউনিয়ন, পূর্বে আলকরা ইউনিয়ন, দক্ষিণে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন এবং পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ও ঢালুয়া ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের স্ত্রী গুণবতী এর নামানুসারে এ এলাকার নামকরণ করা হয়।
প্রশাসনিক কাঠামো
গুণবতী ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এটি ৩২টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- গুনবতী
- আকদিয়া
- সুরিকরা
- ফুলের নাওড়ী
- দশবাহা
- উত্তর পিরিজকরা
- দক্ষিণ পিরিজকরা
- ঝিকড্ডা
- পরিকোট
- কৈতরা
- খাটরা
- চাঁপাচৌ
- চাপালিয়াপাড়া
- দক্ষিণ শ্রীপুর
- বুধড়া
- কর্তাম
- রাজবল্লভপুর
- রামপুর
- বিষ্ণুপুর
- সুবর্ণপুর
- গজারিয়া
- ময়ুরপুর
- আখিরতলা
- বড়খাইয়াজলা
- ছোটখাইয়াজলা
- গদানগর
- নারায়ণপুর
- বাগেরঠাম
শিক্ষা ব্যবস্থা
গুণবতী ইউনিয়নের সাক্ষরতার হার ৫৫%। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৮টি দাখিল মাদ্রাসা ও ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান


- কলেজ
- মাদ্রাসা
- গুণবতী ফাজিল ডিগ্রী মাদ্রাসা

- মাধ্যমিক বিদ্যালয়
- গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়
- গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়
- গুণবতী বালিকা উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা


গুণবতী ইউনিয়ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিকটে হওয়ায় দেশের যে কোন অঞ্চল থেকে সহজে যাতায়াত করা যায়।
রেলযোগেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়। সেক্ষেত্রে এ ইউনিয়নের গুণবতী রেলস্টেশনে নামতে হবে।
এছাড়া বর্ষাকালে নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ করা যায়।
অর্থনীতি
- ব্যাংক
গুণবতী ইউনিয়নে জনতা ব্যাংক,[1] ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড,[2] এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড[3], সাউথইস্ট ব্যাংক লিমিটেড[4], পূবালী ব্যাংক লিমিটেড[5], ঢাকা ব্যাংক লিমিটেড আর্থিক প্রতিষ্ঠানের শাখা বিদ্যমান।
- এনজিও
- খান ফাউন্ডেশন
- ব্র্যাক
- ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ(টিএমএসএস)
- ব্যুরো বাংলাদেশ
- আশা
খাল ও নদী
গুণবতী ইউনিয়ন ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত।
হাট-বাজার
গুণবতী ইউনিয়নের প্রধান হাট-বাজার হল গুণবতী বাজার ও কালিয়াতল বাজার।
দর্শনীয় স্থান
- আকদিয়া নতুন ব্রীজ
- আরবীণা সেন্টার, খাটরা
- গুণবতী নৌকা ঘাট
- গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ
- গুণবতী রেলস্টেশন
- ডাকাতিয়া নদী
- দশবাহা কেন্দ্রীয় জামে মসজিদের সুউচ্চ মিনার
- পরিকোট রেলওয়ে ব্রীজ
কৃতি ব্যক্তিত্ব
- হযরত অলিমান দেওয়ান শাহ্ (রঃ) —ত্রিপুরা অঞ্চলে ইসলাম প্রচারকারী সুফি
- আব্দুল কাদের মামু—১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ গুণবতীর আধ্যাত্মিক দরবেশ।
- আব্দুল মজিদ -- গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা।
- আব্দুল হালিম -- গুণবতী মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ এবং গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব।
- জাহাঙ্গীর আলম মজুমদার - বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান, জ্যাক গ্রুপ অব কোম্পানীজ
- সৈয়দ লুৎফর রহমান -- গুণবতী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা।
প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ
- আব্দুর রকিব (পেয়ার মিয়া)
- আব্দুল হাই
- আব্দুল লতিফ
- আলী হোসেন
- আব্দুল খালেক
- আব্দুল হাই
- আনোয়ার হোসেন
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ছৈয়দ আহম্মদ ভূইয়া খোকন
আরও দেখুন
তথ্যসূত্র
- "জনতা ব্যাংক"। www.janatabank-bd.com।
- "যায় যায় দিন"। jjdin.com।
- "NRB Global Bank Limited"। www.nrbglobalbank.com।
- "Southeast Bank Limited"। www.southeastbank.com.bd। ২১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "Pubali Bank Limited"। www.pubalibangla.com। ২৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।