আদ্রা উত্তর ইউনিয়ন
আদ্রা উত্তর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
আদ্রা উত্তর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() আদ্রা উত্তর | |
স্থানাঙ্ক: ২৩°১০′ উত্তর ৯১°৮.৫′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ ![]() |
আয়তন
জনসংখ্যা
বর্তমানে এখানে মোট জনসংখ্যা সংখ্যা ৩৬৯৯৭ জন।
অবস্থান ও সীমানা
নাঙ্গলকোট উপজেলার পশ্চিমাংশে আদ্রা উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে হেসাখাল ইউনিয়ন, দক্ষিণে আদ্রা দক্ষিণ ইউনিয়ন, পশ্চিমে মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন এবং উত্তরে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
আদ্রা উত্তর ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ১৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা ব্যাবস্থায় তেমন আধুনিকতার ছোঁয়া না থাকলে ও বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো ভালো ফলাফল করছে । এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে । এছাড়া এখানকার অনেক শিক্ষার্থী দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জনের জন্য বাইরে রয়েছে। ইউনিয়নের উল্লেখযোগ্য গুলোর মধ্যে রয়েছে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়, ভোলাইন বাজার স্কুল এন্ড কলেজ সহ শাকতলী উচ্চ বিদ্যালয়।
শিক্ষা প্রতিষ্ঠান
১. ভোলাইন বাজার আলিম মাদ্রাসা ২. মেরকট বাজার দাখিল মাদ্রাসা ৩. দক্ষিণ শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪. বেলঘর গোসাঁই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫. মেরকট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬. মেরকট আশ্রাফিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ৭. হলি কেয়ার একাডেমি, শাকতলী ৮. শিশু বিদ্যা নিকেতন, আলীগঞ্জ বাজার ৯. আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০. শাকতলী উচ্চ বিদ্যালয় ১১. বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয় ১২. কাজী নজরুল একাডেমি ১৩. আদ্রা উষা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪. আদ্রা এনাতিয়া উষা সরকারি বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান
মসজিদ-৩৫ টি।
মাদ্রাসা-৫টি
ঈদ গাহ-২১টি
কবরস্থান: ৩৮টি
মন্দির-২টি,
আশ্রম - নাই,
শ্মশান- ৩টি
ক্রীড়া সংগঠন -১০টি
সাংস্কৃতিক সংগঠন : পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোশিয়েশন অব আদ্রা, আলোকিত মেরকট।
পেশাজীবী সংগঠন-নাই
হাট-বাজার
১.ভোলাইন বাজার,ভোলাইন ২.মেরকট নতুন বাজার,মেরকট ৩.আলীগঞ্জ (নতুন) বাজার,শাকতলী ৪.ঐতিহ্যবাহি বেলঘর গোসাই বাজার (বিলুপ্ত)
দর্শনীয় স্থান
বেলঘর গোসাই বাজার মন্দির।
কৃতি ব্যক্তিত্ব
পূর্বতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ:(১৯৭১ এর পর থেকে)
১.মরহুম আলী আশ্রাফ খাঁন ৪. মরহুম ফজলুল করিম
২. জনাব, তোফায়েল আহম্দ ৫. জনাব আবদুল খালেক
৩. জনাব, রুহুল আমিন ৬. জনাব কাজী হারুন আল রশিদ
এছাড়া অন্যান্য কৃতি ব্যাক্তির মধ্যে রয়েছে
১. মৌলবী শামচুল হক, প্রাক্তন শিক্ষক, কুমিল্লা জেলা স্কুল।
২. হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, উপাধাক্ষ্য , কুমিল্লা সরকারি মহিলা কলেজ।
৩.মো ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক, বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়।
জনপ্রতিনিধি
১.আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদার চেয়ারম্যান (আদ্রা উত্তর)