পেড়িয়া ইউনিয়ন
পেড়িয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার একটি ইউনিয়ন।
পেড়িয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() পেড়িয়া | |
স্থানাঙ্ক: ২৩°১২.৫′ উত্তর ৯১°১২′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | নাঙ্গলকোট উপজেলা ![]() |
আসন | গ্রাম সমূহ = |
জনসংখ্যা | |
• মোট | ২৬,৩৪৪ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫৮০ ![]() |
আয়তন
জনসংখ্যা
পেড়িয়া ইউনিয়নের জনসংখ্যা ২৬,৩৪৪ জন।
অবস্থান ও সীমানা
নাঙ্গলকোট উপজেলার উত্তর-পশ্চিমাংশে পেড়িয়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বাঙ্গড্ডা ইউনিয়ন ও রায়কোট ইউনিয়ন, দক্ষিণে মক্রবপুর ইউনিয়ন, পশ্চিমে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন ও লাকসাম পূর্ব ইউনিয়ন এবং উত্তরে লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
পেড়িয়া ইউনিয়ন নাঙ্গলকোট উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাঙ্গলকোট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৮নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কাকৈরতলা
- বড় সাঙ্গিশ্বর
- মুন্সির কলমিয়া
- শাকতলী
- ছাতিয়ারা
- চাঁনপদুয়া
- বাড়া ফুলগাঁও
- মঘুয়া
- যুগিপুকুরিয়া
- পূর্ব চান্দপুর
- গাংরাইয়া
- রৌদ্রচুমা
- পেড়িয়া
- মাধুবপুর
- আশারকোটা
- অশ্বদিয়া
- কাজী জোড়পুকুরিয়া
- শালুকিয়া
- শ্রীফলিয়া
- কৈয়া
- খোশারপাড়া
- শিবপুর
- দৌলতপুর
- মটুয়া
- চেহরিয়া
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
১। চলন কলেজ। ২। বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতন। ৩। বড় সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪। বড় সাঙ্গিশ্বর এতিমখানা ও হাফেজীয়া মাদ্রাসা। ৪। কাকৈরতলা উচ্চ বিদ্যালয়।
যোগাযোগ ব্যবস্থা
খাল ও নদী
হাট-বাজার
দর্শনীয় স্থান
কৃতি ব্যক্তিত্ব
১। হুমায়ুন কবির মজুঃ ২। এ.কে.এম. সায়েম মজুঃ শিপু