লুটেরচর ইউনিয়ন
লুটেরচর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার একটি ইউনিয়ন।
লুটেরচর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() লুটেরচর | |
স্থানাঙ্ক: ২৩°৩৪.৬′ উত্তর ৯০°৪১′ পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কুমিল্লা জেলা |
উপজেলা | মেঘনা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | সানাউল্লাহ শিকদার |
জনসংখ্যা | |
• মোট | ১১,৩৬৯ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৫১৬ ![]() |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
জনসংখ্যা
লুটেরচর ইউনিয়নের জনসংখ্যা ১১,৩৬৯ জন (জরিপ ২০১০)
ইতিহাস
১৯৯১ সালে ১০টি গ্রাম নিয়ে লুটেরচর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তবে এ ইউনিয়ন পরিষদটি পূর্বে দাউদকান্দি উপজেলার বৃহত্তর গোবিন্দপুর ইউনিয়নের অংশ ছিল। এই লুটেরচর ইউনিয়ন পরিষদের সর্ব প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন জনাব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার।
অবস্থান ও সীমানা
মেঘনা উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশে লুটেরচর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তর-পূর্বে গোবিন্দপুর ইউনিয়ন; উত্তরে ভাওরখোলা ইউনিয়ন, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন; পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন; দক্ষিণে মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এবং দক্ষিণ-পূর্বে কাঁঠালিয়া নদী ও দাউদকান্দি উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
লুটেরচর ইউনিয়ন মেঘনা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- দড়ি লুটেরচর
- লুটেরচর
- কান্দারগাঁও
- নয়া কান্দারগাঁও
- মোহাম্মদপুর
- নয়া মোহাম্মদপুর
- শেখেরগাঁও
- লক্ষ্মীপুর
- সাতঘরিয়াকান্দি
- চর কাঁঠালিয়া
শিক্ষা ব্যবস্থা
লুটেরচর ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়,৫টি মাদ্রাসা ও ১টি এতিমখানা মাদরাসা রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয় ২টি
- লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়
- শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চর কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লুটেরচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লুটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শেখেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাতঘরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- কান্দারগাঁও নূরানী তালিমুল কোরআন মাদরাসা
- চর কাঁঠালিয়া মাদরাসা
- নয়া কান্দারগাঁও দারুল উলুম মাদানিয়া মাদরাসা
- নয়া কান্দারগাঁও মহিলা মাদরাসা
- শেখেরগাঁও বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা
- এতিমখানা মাদরাসা
- লুটেরচর হাজী হালেমুন নেছা মাদরাসা ও এতিমখানা
যোগাযোগ ব্যবস্থা
খাল ও নদী
হাট-বাজার
- লুটেরচর বাজার
- মোহাম্মদপুর বাজার
দর্শনীয় স্থান
- লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয় মিনার
কৃতি ব্যক্তিত্ব
- আজিজুল হাকিম; নাট্যকার।
- আব্দুল গাফফার হাউদ; বীর মুক্তিযোদ্ধা।
- আমিরুল ইসলাম শিকদার; ব্রিগেডিয়ার জেনারেল।
- জাহাঙ্গির আলম; ব্রিগেডিয়ার জেনারেল।
- হুমায়ন কবির; কৃষি গবেষক।
- বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম.হান্নান
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: সানাউল্লাহ শিকদার