এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন দক্ষিণ এশিয়ার ইউনিভার্সিটি যা বাংলাদেশের দুইটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একটি।[1] বাংলাদেশ সরকার কর্তৃক মঞ্জুরিত জমিতে এটি স্থাপিত এবং এর বর্তমান ক্যাম্পাস তথা নতুন ক্যাম্পাস বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
Asian University for Women
ধরনআঞ্চলিক নারী
স্থাপিত২০০৮
শিক্ষায়তনিক কর্মকর্তা
৪০
প্রশাসনিক কর্মকর্তা
১০০
শিক্ষার্থী৫০০+
অবস্থান
২০/এ এম.এম. আলী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ
সংক্ষিপ্ত নামAUW
ওয়েবসাইটauw.edu.bd

ইতিহাস

২০১২

বিশ্ববিদ্যালয়টির প্রথম একাডেমিক প্রোগ্রাম প্রি-কলেজিয়েট এক্সেস একাডেমি ২০০৮ সালের মার্চ মাসে বাংলাদেশ,ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা,নেপাল,কম্বোডিয়ার ১৩০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে। প্রথম এক্সেস একাডেমি ক্লাস ২০০৯ সালে উত্তীর্ণ হয় এবং আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে পড়াশুনা শুরু করে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থীবর্গ বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, কানাডা, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, সিরিয়া, ভিয়েতনাম প্রভৃতি ১৬ টি দেশ থেকে এসেছে। বিশ্ববিদ্যালয়টির এর পরকল্পিত ক্যাম্পাসের ডিজাইনার স্থপতি মশি সাফদি।

বৃত্তি

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন একটি অনুপম ফান্ডিং মডেল দ্বারা পরিচালিত। এর প্রায় পুরোটাই দানের উপর নির্ভরশীল। ৯৯% শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে।

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.