ইন্দ্র (দেবতা)

ইন্দ্র (/ˈɪndrə/, সংস্কৃত: इन्द्र) একজন হিন্দু বৈদিক দেবতা,[1] হিন্দুপুরাণে স্বর্গের ও দেবতাদের রাজা।[2] তার রাণীর নাম শচীদেবী এবং হাতীর নাম ঐরাবত। তার বাহন পুষ্পক রথ। মূলত ইন্দ্র কোন বিশেষ দেবতা নন, যিনি স্বর্গের রাজা হন তিনিই ইন্দ্র। ইন্দ্রের বিশেষ অস্ত্র হল বজ্র বা বিদ্যুৎ।

ইন্দ্র (দেবতা)
দেবতাদের রাজা
বজ্রপাতের দেবতা, বজ্র, বৃষ্টি এবং নদী প্রবাহ
স্বর্গের রাজা
দেবনাগরীइन्द्र বা इंद्र
সংস্কৃত লিপ্যন্তরइन्द्र
অন্তর্ভুক্তিদেবতা
আবাসঅমরাবতী স্বর্গ, ইন্দ্রলোক,
অস্ত্রবজ্র
প্রতীকসমূহবজ্র
সন্তানজয়ন্ত, জয়ন্তী, দেবসেনা
বাহনঐরাবত (সাদা হাতি), উচ্চৈঃশ্রবা (সাদা ঘোড়া)
Textsবেদ, পুরাণ,
গ্রিক সমমানজিউস
রোমান সমমানজুপিটার
সঙ্গীশচী (ইন্দ্রানী)

আর্যসভ্যতার ইতিহাসবেত্তাদের মতে ইন্দ্র সম্ভবত ভারতে আগত আর্যদের মধ্যে কোন এক রাজার নাম, যা কালক্রমে দেবতাদের রাজা আখ্যান পেয়েছে হিন্দুধর্মে। তবে ঋকবেদে ইন্দ্রের উল্লেখ পাওয়া যায়। মহাভারত অনুযায়ী ইন্দ্র অর্জুনের পিতা। পাণ্ডুপত্নী কুন্তী এক বলশালী পুত্রকামনা করে পুত্রেষ্টি মন্ত্রে ইন্দ্রকে আহ্বান করেন ও অর্জুনের জন্ম দেন।

তথ্যসূত্র

  1. Thomas Berry (১৯৯৬)। Religions of India: Hinduism, Yoga, Buddhism। Columbia University Press। পৃষ্ঠা 20–21। আইএসবিএন 978-0-231-10781-5।
  2. Edward Delavan Perry, Indra in the Rig-Veda। Journal of the American Oriental Society vol. 11.1885। পৃষ্ঠা 121। জেস্টোর 592191
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.