স্বর্গ

স্বর্গ একটি ধর্মীয়, বিশ্বতাত্ত্বিক, বা আধিবিদ্যক স্থান যেখানে বিশ্বাসীদের মতে দেবতা, দেব-দূত, আত্মা জাতীয় সত্তা, সন্ত অথবা পূজিত পিতৃপুরুষগণ উদ্ভূত, রাজাসনে অধিষ্ঠিত বা বাসরত। কিছু ধর্মবিশ্বাস অনুযায়ী স্বর্গীয় সত্তারা পৃথিবীতে অবতরণ বা জন্মগ্রহণ করতে পারে, এবং পরকালে পার্থিব সত্তারা স্বর্গে আরোহণ করতে পারে, বিশেষ পরিস্থিতিতে তা জীবিত অবস্থায় হতে পারে।

গুস্তাভ ডোরের "ডিভাইন কমেডি"-র চিত্রাঙ্কন থেকেঃ দান্তে ও বিয়াত্রিস সর্বোচ্চ স্বর্গের দিকে তাকিয়ে

স্বর্গ প্রায়ই "উচ্চতর স্থান" (ঊর্ধ্বলোক), পবিত্রতম স্থান, নন্দনকানন হিসেবে বর্ণিত হয়ে থাকে, "নিম্নস্থান" হিসেবে নরক বা পাতালের বিপরীতে। বিবিধ মানের দেবত্ব, সদাশয়তা, পুণ্য, বিশ্বাস, কিংবা অন্যান্য সদ্গুণ বা সনাতন পন্থা বা কেবল ঈশ্বরের ইচ্ছা অনুসারে স্বর্গ সার্বজনীন কিংবা সর্তসাপেক্ষে পার্থিব সত্তাদের জন্যে অভিগম্য। কেউ কেউ একটি "আগামী যুগে" পৃথিবীতেই স্বর্গের সম্ভাবনায় বিশ্বাস রাখে।

ব্যুৎপত্তি

প্রাচীন নিকট প্রাচ্য

মেসোপটেমিয়া

কনানীয় ও ফিনিশীয় জাতি

হিত্তীয় জাতি

ইব্রাহিমীয় ধর্ম

হিব্রু বাইবেল

দ্বিতীয় মন্দির ইহুদীবাদ

বাইবেলের নূতন নিয়ম ও পূর্বকালীন খ্রিস্ট ধর্ম

রাব্বীয় ইহুদীবাদ

কাব্বালা (ইহুদি অতীন্দ্রবাদ)

ইসলাম

আহমদীয়া

বাহাই ধর্ম

আরও দেখুন

তথ্যসুত্র

    বহিঃসঙযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.