শচী
হিন্দুপুরাণে দেবতাদের রাজা ইন্দ্রের রাণীর নাম শচীদেবী। ইন্দ্রপত্নী শচী দানবরাজ পুলোমার কন্যা। দেবরাজের ঔরসে তার জয়ন্ত নামক পুত্রের জন্ম হয়। ইন্দ্রের অজ্ঞাতবাসের সময় নহুস রাজা তার অবমাননা করতে উদ্যত হলে দেবগুরু বৃহস্পতির মন্ত্রণায় তিনি আত্মরক্ষা করতে সমর্থ হন। কালিকাপুরাণমতে, শচী হলেন দুর্গার অষ্টমাতৃকার অন্যতম দেবী ঐন্দ্রী। ইনি গজবাহনা, বজ্রহস্তা ও সহস্রনয়না।
শচী | |
---|---|
ইন্দ্রের পত্নী | |
![]() | |
দেবনাগরী | शची |
অন্তর্ভুক্তি | মাতৃকা |
সন্তান | জয়ন্ত, জয়ন্তী |
বাহন | সিংহ, হাতি |
সঙ্গী | ইন্দ্র |
মাতাপিতা | পুলোমা (পিতা) |
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.