শচী

হিন্দুপুরাণে দেবতাদের রাজা ইন্দ্রের রাণীর নাম শচীদেবী। ইন্দ্রপত্নী শচী দানবরাজ পুলোমার কন্যা। দেবরাজের ঔরসে তার জয়ন্ত নামক পুত্রের জন্ম হয়। ইন্দ্রের অজ্ঞাতবাসের সময় নহুস রাজা তার অবমাননা করতে উদ্যত হলে দেবগুরু বৃহস্পতির মন্ত্রণায় তিনি আত্মরক্ষা করতে সমর্থ হন। কালিকাপুরাণমতে, শচী হলেন দুর্গার অষ্টমাতৃকার অন্যতম দেবী ঐন্দ্রী। ইনি গজবাহনা, বজ্রহস্তা ও সহস্রনয়না।

শচী
ইন্দ্রের পত্নী
Indra (alias Sakra) and Shachi riding the Divine Elephant Airavata, Folio from a Jain text, Panch Kalyanaka (Five Auspicious Events in the Life of Jina Rishabhanatha), আনু.1670 – আনু.1680, Painting in LACMA museum, originally from Amber, Rajasthan
দেবনাগরীशची
অন্তর্ভুক্তিমাতৃকা
সন্তানজয়ন্ত, জয়ন্তী
বাহনসিংহ, হাতি
সঙ্গীইন্দ্র
মাতাপিতাপুলোমা (পিতা)

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.