মালদ্বীপ জাতীয় ফুটবল দল

মালদ্বীপ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবল খেলায় মালদ্বীপের প্রতিনিধিত্ব করে। দলটি মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এটি এশিয়ান ফুটবল কনফেডারেশন এর সদস্য। দলটি এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারলেও ২০০৬ সালে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় পর্যায়ে দক্ষিণ কোরিয়ার সাথে ০-০ গোলে ড্র করে।

মালদ্বীপ
ডাকনাম(সমূহ)Red Snappers (লাল স্ন্যাপার)
অ্যাসোসিয়েশনমালদ্বীপ ফুটবল এসোসিয়েশন (FAM)
কনফেডারেশনএশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)
সাব-কনফেডারেশনদক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)
প্রধান কোচইসমাইল মাহফুজ
অধিনায়কআলি আসফাক
শীর্ষ গোলদাতাআলি আসফাক (৪১)
স্বাগতিক স্টেডিয়ামজাতীয় ফুটবল স্টেডিয়াম
ফিফা কোডMDV
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান১৭৭ (৩ সেপ্টেম্বর ২০১৫)
সর্বোচ্চ১২৬ (১২ জুলাই ২০০৬)
সর্বনিম্ন১৮৩[1] (২০ আগস্ট ১৯৯৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান১৮৪
সর্বোচ্চ১৬৫ (২৩ মার্চ ২০১১)
সর্বনিম্ন২০৯ (১৩ জুন ১৯৯৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সেশেল ৯–০ মালদ্বীপ
(রেউনিওঁ; আগস্ট ২৭, ১৯৭৯)
বৃহত্তম জয়
মালদ্বীপ ১২–০ মঙ্গোলিয়া 
(মালে, মালদ্বীপ; ডিসেম্বর ৩, ২০০৩)
বৃহত্তম হার
 ইরান ১৭–০ মালদ্বীপ
(দামেস্ক, সিরিয়া; জুন ২, ১৯৯৭)
সেরা সাফল্যসাফ চ্যাম্পিয়ানশীপ ২০০৮ বিজয়ী
মালদ্বীপ জাতীয় ফুটবল দল
পদক রেকর্ড
পুরুষদের ফুটবল
দক্ষিণ এশীয় গেমস
১৯৮৪ কাটমান্ডুদলগত
১৯৯১ কলম্বোদলগত
২০১০ ঢাকাদলগত

মালদ্বীপ দলে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, সাফ চ্যাম্পিয়ানশীপ ২০০৮ভারতকে ১-০ গোলে পরাজিত করা।

ইতিহাস

সাফ গোল্ড কাপ ১৯৯৭

১৯৯৭ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ কাপের তৃতীয় আসরে মালদ্বীপ দল অংশগ্রহণ করে। এটি ছিল মালদ্বীপ দলে প্রথম কোন আঞ্চলিক ফুটবল টুনার্মেন্টে অংশগ্রহণ। মালদ্বীপ ভারতবাংলাদেশের সাথে ’’বি গ্রুপে’’ ছিল। এবং গ্রুপে দ্বিতীয় দল হিসাবে দুই পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে। গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের সাথে ১-১ গোলে ড্র করে ও দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ২-২ গোলে ড্র করে।

মালদ্বীপ সেমি ফাইনালে ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে ৫-১ গোলে ভারতে কাছে পরাজিত হয়। ফাইনালের মালদ্বীপ দলে একমাত্র গোলটি করেন আব্দুল লতিফ

সাফ গোল্ড কাপ ১৯৯৯

জার্সির ইতিহাস

হোম

২০০৮
২০০৯
২০১০
২০১১-২০১২
২০১৩-২০১৪
২০১৪–

কোচিং স্টাফ

ম্যানেজার
প্রধান কোচ ভেলিজার পপব
সহকারী কোচ ইসমাইল মেহফুজ
সহকারী কোচ আসাদ আব্দুল গনি
গোলকিপিং কোচ আসলাম আব্দুল রহিম
কিটম্যান আব্দুস সাত্তার
ফিজিওথেরাপিস্ট আহমেদ সাকিব

বর্তমান খেলোয়ারেরা

২০১৫ সালের মার্চ ২৬ তারিখে তাজিকিস্তানের সাথে প্রীতি ম্যাচ অনুসারে।[2]

0#0 অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব
1গো মোহাম্মদ ফয়সাল 0 Club Eagles
১৮ 1গো ইব্রাহিম ইফরাহ আরিফ Club Eagles
২২ 1গো ইমরাস মোহাম্মদ (সহ-অধিনায়ক) (1980-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮০ ৫৬ 0 Maziya

2 আহমেদ নুমান (1992-01-08) ৮ জানুয়ারি ১৯৯২ Club Eagles
2 মোহাম্মদ শিফান (1983-03-08) ৮ মার্চ ১৯৮৩ ১৫ New Radiant
2 আহমেদ আব্দুল্লাহ (1987-03-11) ১১ মার্চ ১৯৮৭ New Radiant
১৩ 2 আকরাম আব্দুল গনি (1987-03-19) ১৯ মার্চ ১৯৮৭ ২৭ New Radiant
১৫ 2 আমদান আলী (1993-09-03) ৩ সেপ্টেম্বর ১৯৯৩ Maziya
১৭ 2 শাফি আহমেদ (1988-11-13) ১৩ নভেম্বর ১৯৮৮ ১৪ New Radiant
2 রিলওয়ান ওয়াহিদ (1991-02-14) ১৪ ফেব্রুয়ারি ১৯৯১ New Radiant
2 ফরহাদ ইসমাইল 0 Maziya
2 সামহুদ মোহামেদ 0 0 Maziya

২০ 3 মুসা ইয়ামিন 0 Maziya
3 মোহাম্মদ আরিফ (1985-08-11) ১১ আগস্ট ১৯৮৫ ২৪ Kanbawza FC
২৩ 3 আহমেদ নিয়াজ 0 New Radiant
১০ 3 মোহামেদ উমাইর (1988-07-03) ৩ জুলাই ১৯৮৮ ৩১ Maziya
১৬ 3 হুসেন নিয়াজ মোহাম্মদ (1987-03-19) ১৯ মার্চ ১৯৮৭ Maziya
4 আশাদ আলী (1985-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৮৫ ২৮ New Radiant
4 ইসমাইল এসা 1 Club Eagles
4 আহমেদ নাশিদ (1989-04-09) ৯ এপ্রিল ১৯৮৯ Maziya

4 আলি আসফাক (অধিনায়ক) (1985-09-05) ৫ সেপ্টেম্বর ১৯৮৫ ১০১ ৪১ PDRM FA
4 আসাদুল্লাহ আব্দুল্লা (1990-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৯০ Maziya
২১ 4 হাসান আধুহাম (1990-01-08) ৮ জানুয়ারি ১৯৯০ ১৩ Club Eagles
4 আহমেদ ইমাজ (1992-04-12) ১২ এপ্রিল ১৯৯২ Maziya

সর্বশেষ ফলাফল

      Win       Draw       Loss

প্রতিযোগীতার রেকর্ড

বিশ্ব কাপ

এশিয়ান কাপ

এএফসি চ্যালেঞ্জ কাপ

বছর এএফসি চ্যালেঞ্জ কাপ ফলাফল বাছাইপর্বের ফলাফল
রাউন্ড খে ড্র* হা গোপ গোবি খে ড্র হা গোপ গোবি
২০০৬অযোগ্যঅযোগ্য
২০০৮অযোগ্যঅযোগ্য
২০১০যোগ্যতা অর্জন করেনি
২০১২গুরুপ পর্ব
২০১৪তৃতীয় স্থানস্বাগতিক হিসাবে যোগ্যতা
সর্বমোট১২১৫

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ রেকর্ড

সাফ চ্যাম্পিয়ানশীপ
বছর রাউন্ড খে ড্র* হা গোপ গোবি
১৯৯৫প্রত্যাহার
১৯৯৭রানার্স আপ
১৯৯৯তৃতীয় স্থান
২০০৩রানার্স আপ১১
২০০৫সেমি-ফাইনাল১১
২০০৮চ্যাম্পিয়ান540182
২০০৯রানার্স আপ১১
২০১১সেমি-ফাইনাল
২০১৩সেমি-ফাইনাল১৮
সর্বমোটবিজয়ী ১৩৫১৮১০৭৬৩২

আরও দেখুন

তথ্যসূত্র

  1. http://www.fifa.com/associations/association=mdv/ranking/gender=m/index.html/
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৫
  3. Mohamed Sajid (২৯ মে ২০১৪)। "Maldives wins third place"Maldives Soccer। ৩০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.