ক্রিকেট বিশ্বকাপ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: Cricket World Cup) যা সংক্ষেপে শুধু ক্রিকেট বিশ্বকাপ নামে পরিচিত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। বর্তমানে এ প্রতিযোগিতায় ১০ টি দল অংশগ্রহণ করে।

ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের শ্রেষ্ঠ ফলাফলসমূহ

হ্যাট্রিক

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় এ পর্যন্ত ৯ বার হ্যাট্রিক হয়েছে। ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো হ্যাট্রিক করেন ভারতের চেতন শর্মা। গ্রুপ-পর্বে নিউজিল্যান্ডের কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ এবং ইয়ান চ্যাটফিল্ডকে ৪২ ওভারের শেষ তিন বলে আউট করে তিনি এ কীর্তি গড়েন।[1] সর্বশেষটি করেছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি শ্রীলংকার বিরুদ্ধে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে। এছাড়াও, ২০০৭ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং যে-কোন ওডিআইয়ের ১ম ব্যক্তি হিসেবে পরপর ৪ বলে ৪ জন ব্যাটসম্যানকে আউট করে দূর্লভ কৃতিত্বেরও অধিকারী হন মালিঙ্গা।[2] লাসিথ মালিঙ্গাই একমাত্র বোলার যিনি দু'টি বিশ্বকাপে হ্যাট্রিক করেছেন।

ক্রমিক নংওডিআই নংবোলারদলবিপক্ষউইকেটমাঠতারিখ
১।৪৭৪[1] চেতন শর্মা ভারত নিউজিল্যান্ড

 কেন রাদারফোর্ড বোল্ড
 ইয়ান স্মিথ বোল্ড
 ইয়ান চ্যাটফিল্ড বোল্ড

বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, নাগপুর৩১ অক্টোবর, ১৯৮৭*
২। [A]১,৪৭৯[3] সাকলাইন মুশতাক পাকিস্তান জিম্বাবুয়ে

 হেনরি ওলোঙ্গা স্ট্যাম্প মঈন খান
 এডাম হাকল স্ট্যাম্প মঈন খান
 পমি এমবাউঙ্গা এলবিডব্লিউ

দি ওভাল, লন্ডন১১ জুন, ১৯৯৯*
৩। [C][D][F]১,৯৫০[4] চামিন্দা ভাস শ্রীলঙ্কা বাংলাদেশ

 হান্নান সরকার বোল্ড
 মোহাম্মদ আশরাফুল কট
 এহসানুল হক কট মাহেলা জয়াবর্ধনে

পিটারমারিটজবার্গ ওভাল, পিটারমারিটজবার্গ১৪ ফেব্রুয়ারি, ২০০৩*
৪। [D]১,৯৯০[5] ব্রেট লি অস্ট্রেলিয়া কেনিয়া

 কেনেডি অটিনো বোল্ড
 ব্রীজল প্যাটেল কট রিকি পন্টিং
 ডেভিড ওবুয়ো বোল্ড

সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান১৫ মার্চ, ২০০৩*
৫। [G]২,৫৫৬[6] লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা

 শন পোলক বোল্ড
 এন্ড্রু হল কট উপুল থারাঙ্গা
 জ্যাক ক্যালিস কট কুমার সাঙ্গাকারা
 মাখায়া এনটিনি বোল্ড

প্রভিডেন্স স্টেডিয়াম, জর্জটাউন, গায়ানা২৮ মার্চ, ২০০৭*
৬। [A]৩,১১২[7] কেমার রোচ ওয়েস্ট ইন্ডিজ নেদারল্যান্ডস

 পিটার সিলার এলবিডব্লিউ
 বার্নার্ড লুটস এলবিডব্লিউ
 বার্নার্ড ওয়েস্টডিক বোল্ড

ফিরোজ শাহ কোটলা মাঠ, নতুন দিল্লি২৮ ফেব্রুয়ারি, ২০১১*
৭। [H]৩,১১৩[8] লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা কেনিয়া

 তন্ময় মিশ্র এলবিডব্লিউ
 পিটার অঙ্গোডো বোল্ড
 শ্যাম এনগোচে বোল্ড

আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো১ মার্চ, ২০১১*
৮। [A]৩,৬০০[9] স্টিভেন ফিন ইংল্যান্ড অস্ট্রেলিয়া

 ব্রাড হাড্ডিন কট স্টুয়ার্ট ব্রড)
 গ্লেন ম্যাক্সওয়েল কট জো রুট)
 মিচেল জনসন কট জেমস অ্যান্ডারসন)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন02015-02-14১৪ ফেব্রুয়ারি ২০১৫*

দলীয় অবদান

তথ্যসূত্র

  1. "24th Match: India v New Zealand at Nagpur, Oct 31, 1987"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯
  2. বিবিসি নিউজের প্রতিবেদন
  3. "7th Super: Pakistan v Zimbabwe at The Oval, Jun 11, 1999"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯
  4. "10th Match: Bangladesh v Sri Lanka at Pietermaritzburg, Feb 14, 2003"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯
  5. "9th Super: Australia v Kenya at Durban, Mar 18, 2003"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯
  6. "26th Match, Super Eights: South Africa v Sri Lanka at Providence, Mar 28, 2007"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯
  7. "ICC Cricket World Cup, 13th Match, Group B: Netherlands v West Indies at Delhi, Feb 28, 2011"ESPNcricinfoESPN। ২৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১১
  8. "ICC Cricket World Cup, 14th Match, Group A: Sri Lanka v Kenya at Colombo (RPS), March 1st, 2011"Cricinfo। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১১
  9. "ICC Cricket World Cup, 2nd Match, Pool A: Australia v England at Melbourne, Feb 14, 2015"Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫
  • Browning, Mark (১৯৯৯)। A complete history of World Cup CricketSimon & Schusterআইএসবিএন 0-7318-0833-9।

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.